রিও ডি জেনেইরো: আশা জাগিয়েও পদকের ধারেকাছে যেতে পারলেন না ললিতা বাবর। মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে ১০ নম্বরে শেষ করলেন এই ভারতীয় অ্যাথলিট। এদিন তিনি চূড়ান্ত হতাশ করলেন। নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না ললিতা। ৯ মিনিট ১৯.৭৬ সেকেন্ড সময় করে তিনি জাতীয় রেকর্ড গড়েছিলেন। কিন্তু অলিম্পিকের ফাইনালে সময় করলেন ৯ মিনিট ২২.৭৪ সেকেন্ড।


 

পিটি উষার পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে ট্র্যাক ইভেন্টের ফাইনালে উঠেছিলেন ললিতা। স্বাধীনতা দিবসে তাঁর কাছ থেকে পদকের আশায় ছিল সারা দেশ। কিন্তু আশা পূরণ করতে পারলেন না এই অ্যাথলিট। ফলে এবারের অলিম্পিকে ভারতের পদক-খরা এদিনও ঘুচল না।