কলম্বো: ভারতীয় ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স তো আছেই, তার উপর চোট-আঘাতও চলতি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে যাচ্ছে। গলে প্রথম টেস্টে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ছিটকে যান আসেলা গুণরত্নে। এবার কলম্বোয় দ্বিতীয় টেস্ট চলাকালীন হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গেলেন পেসার নুয়ান প্রদীপ। তাঁকে অন্তত দু মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে এই টেস্টে শ্রীলঙ্কা দলে একমাত্র পেসার হিসেবে থাকলেন দিমুথ করুণারত্নে।

গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিন মাত্র ১৭ ওভার বল করেছিলেন প্রদীপ। নতুন বলে তিনি মাত্র চার বল করতে পেরেছিলেন। এরপরেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। আজ মাঠেই নামতে পারেননি। শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমালও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথম টেস্টে খেলতে পারেননি। তিনি আইসিসি-র কাছ থেকে ইনহেলার ব্যবহার করার বিশেষ অনুমতি নিয়ে দ্বিতীয় টেস্টে খেলছেন। তবে প্রদীপ চোট পাওয়ায় ফের সমস্যায় শ্রীলঙ্কা।