নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে বায়ু দূষণের প্রভাব এবার ক্রিকেট মাঠে। শ্রীলঙ্কার ক্রিকেট দলের দূষণের অভিযোগে ফিরোজ শাহ কোটলায় চলতি সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকল। রাজধানীতে দূষণ সম্পর্কে কোনও আন্তর্জাতিক দলের অভিযোগের নজির এই প্রথম।
মধ্যাহ্নভোজের বিরতির পর অধিনায়ক দীনেশ চন্ডীমলের নেতৃত্বে শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠ ছাড়ার কথা বলায় খেলা ১৭ মিনিট বন্ধ থাকে।
লাঞ্চের পর শ্রীলঙ্কার খেলোয়াড়দের মুখোশ পরে মাঠে নামতে দেখা যায়। ১২.৩২ টা থেকে ১২.৪৯ পর্যন্ত বন্ধ থাকে খেলা। এরপর ম্যাচ রেফারি ও আম্পায়াররা শ্রীলঙ্কার ক্রিকেটারদের বোঝানোর পর ফের খেলা শুরু হয়।
কিন্তু এরপরও আরও একবার খেলা বন্ধ হয়। ১২৭ তম ওভারের পঞ্চম বলটি করেই মাঠ ছাড়েন শ্রীলঙ্কার পেসার লাকমল। দুই আম্পায়ার চন্ডীমল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেই আলোচনায় যোগ দেন শ্রীলঙ্কার ম্যানেজার আসাঙ্কা গুরুসিঙ্গে এবং ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
পরে লাকমলের ওভার সম্পূর্ণ করেন দিলরুয়ান পেরেরা। সান্দাকান পরের ওভার শুরু করতেই চন্ডীমল খেলা থামান। কারণ, মাঠে তখন শ্রীলঙ্কার ১০ জন প্লেয়ার ছিলেন।
ওই সময়ই ভারতের অধিনায়ক বিরাট কোহলি ৭ উইকেটে ৫৩৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেন।
এর আগে ১২৩ তম ওভারের চতুর্থ বল করার আগে অস্বস্তির কথা জানান শ্রীলঙ্কার পেসার লাহিরু গোমেজ।
শ্রীলঙ্কার অধিনায়ক আম্পায়ারদের কাছে অভিযোগ করেন, দূষণের কারণে তাঁর ফাস্ট বোলারদের দম নিতে সমস্যা হচ্ছে।
দূষণের কারণে আলোও কমে আসে। এই সুযোগকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কার দল যে মাঠ ছাড়তে চাইছে, তা স্পষ্ট হয়ে যায়। কিন্তু মাঠ ছাড়তে রাজি ছিলেন না কোহলি।
গোমেজ অস্বস্তিতে পড়া সত্ত্বেও তাঁকেই ১২৫ তম ওভার করতে আনলেন শ্রীলঙ্কার অধিনায়ক, তা স্পষ্ট নয়।
খেলা বন্ধ হওয়ায় মনঃসংযোগ সম্ভবত হারিয়ে ফেলেছিলেন কোহলি। খেলা শুরু হওয়ার পর ২৪৩ রানে আউট হয়ে যান তিনি।
দূষণের অভিযোগ শ্রীলঙ্কার ক্রিকেটারদের, কোটলায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকল খেলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2017 02:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -