কলম্বো(শ্রীলঙ্কা) : অবসর ঘোষণা করলেন শ্রীলঙ্কার হয়ে টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লসিথ মালিঙ্গা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন তিনি। ২০১৪ সালে তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কা টি২০ বিশ্বকাপ জেতে।


নিজের অবসরের কথা জানানোর জন্য আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন একসময় ব্যাটসম্যানদের রাতের ঘুম উড়িয়ে দেওয়া শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে টি২০ ক্রিকেটে নিজের নেওয়া উইকেটের দৃশ্য কোলাজ করা রয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জুতোগুলি এবার বিশ্রাম নেবে। কিন্তু, খেলার প্রতি আমার ভালোবাসা কখনো বিশ্রাম নেবে না।


মালিঙ্গার পোস্টে লেখা রয়েছে, 


"লসিথ মালিঙ্গার থেকে মেসেজ,


গত ১৭ বছর ধরে মাঠে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার আর প্রয়োজন পড়বে না। কারণ, টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এর সাথে সাথে সব ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিলাম। কিন্তু, আমি সবসময় তরুণ প্রজন্মকে উৎসাহিত করে যাব। বিশেষ করে তাঁদের যাঁরা এই খেলার স্পিরিট তুলে ধরতে চান। যাঁরা এই খেলাটাকে ভালোবাসেন তাঁদের সবার সঙ্গে আমি থাকব। 


আপনাদের সবাইকে আশীর্বাদ করুক তিন রত্ন


শ্রীলঙ্কা ক্রিকেট
মুম্বই ইন্ডিয়ানস
মেলবোর্ন স্টারস
রংপুর রাইডার্স
কেন্ট ক্রিকেট
গায়না আমাজন ওয়ারিয়র্স
মারাথা আরবিয়ানস
মন্টরিয়েল টাইগার্স


চলতি বছরের গোড়াতেই মুম্বই ইন্ডিয়ানস কর্তৃপক্ষ জানান, মালিঙ্গা ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা তাঁদের জানিয়েছেন। তাই তাঁকে এবার স্কোয়াডে ধরেও রাখা হয়নি। ২০২০ সালের মার্চে শেষবার শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন তিনি। টি২০ সেই ম্যাচটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গত সপ্তাহেই টি২০ বিশ্বকাপ দল ঘোষণা করে শ্রীলঙ্কা। 


প্রসঙ্গত, এখন পর্যন্ত মালিঙ্গা আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। তাঁর পরেই রয়েছেন অমিত মিশ্র। তাঁর সংগ্রহে রয়েছে ১৬৬টি উইকেট। মালিঙ্গার থেকে এখনও ৪টি কম। এছাড়াও শ্রীলঙ্গার হয়ে আরও কয়েকটি নজির স্থাপন করেছেন মালিঙ্গা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫বার হ্যাট্রিক রয়েছে। এর পাশাপাশি পর পর ৪ বলে ৪টি উইকেটও রয়েছে তাঁর শিকারে।