নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক নির্বাচিত মালিঙ্গা
Web Desk, ABP Ananda | 14 Dec 2018 10:54 PM (IST)
কলম্বো: আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের তিন মাসের মধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজে অধিনায়ক নির্বাচিত হলেন অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গা। দীনেশ চাণ্ডীমলের বদলে মালিঙ্গাকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিরোশন ডিকওয়েলা। গত এক বছর ধরে ফর্ম ও ফিটনেস নিয়ে সমস্যায় ছিলেন মালিঙ্গা। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে জাতীয় দলে ফেরেন এই ডানহাতি পেসার। এবার অধিনায়ক নির্বাচিত হলেন তিনি।