ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বৈরথ ফেরাতে সৌরভকে উদ্যোগ নেওয়ার আর্জি রশিদ লতিফের
Web Desk, ABP Ananda | 03 Jan 2020 07:54 PM (IST)
পাক বোর্ডের তরফেও সদর্থক ভূমিকা দাবি করেছেন লতিফ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘পাক ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার ওয়াসিম খানের উচিত সেরা দলগুলোকে পাকিস্তান সফরে উদ্বুদ্ধ করা কারণ তাতে পাক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটারেরা উপকৃত হবে।’
সৌরভ বলেছেন, ২০০১-এর ওই টেস্ট এবং ২০০৩-০৪-এর পাকিস্তান সিরিজ না থাকলে এই বইটা হয়ত লেখাই হত না।
করাচি: ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়ে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ ফেরাতে সৌরভেরই দ্বারস্থ হলেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। আর্জি জানালেন, ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরের নেপথ্যে যেমন সদর্থক ভূমিকা ছিল সৌরভের, ফের একবার সেরকমই উদ্যোগ নিন অধুনা ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট। লতিফ বলেছেন, ‘ভারত-পাকিস্তানের পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক দ্বৈরথ শুরু না হলে দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটবে না। গোটা বিশ্ব ভারত-পাকিস্তানের ক্রিকেট যুদ্ধ দেখতে চায়। প্রাক্তন ক্রিকেটার এবং বোর্ড প্রেসিডেন্ট হিসাবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড ও এহসান মানিকে সাহায্য করতে পারে সৌরভই।’ পাক বোর্ডের তরফেও সদর্থক ভূমিকা দাবি করেছেন লতিফ। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘পাক ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার ওয়াসিম খানের উচিত সেরা দলগুলোকে পাকিস্তান সফরে উদ্বুদ্ধ করা কারণ তাতে পাক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটারেরা উপকৃত হবে।’ লতিফ যোগ করেছেন, ‘২০০৪ সালে যখন পাকিস্তান সফর নিয়ে আগ্রহ দেখাচ্ছিল না ভারতীয় বোর্ড, সৌরভই উদ্যোগী হয়ে ভারতীয় বোর্ড ও ক্রিকেটারদের বুঝিয়েছিল। সেটা ছিল স্মরণীয় সফর কারণ দীর্ঘদিন পরে ভারত পাকিস্তানের মাটি থেকে জিতে ফিরেছিল।’ প্রায় ১৬ বছর আগের সেই সফরে ভারত ৩-২ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতেছিল। টেস্ট সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। লতিফ বলেছেন, ‘প্রায় এক দশক পরে শ্রীলঙ্কা পাকিস্তান সফরে আসায় শুধু যে স্বস্তি পেয়েছি তাই নয়, দেশের ক্রিকেটপ্রেমী জনতাও খুশি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় আমাদের অনেক স্টেডিয়ামও হতশ্রী অবস্থায় রয়েছে।’