কলকাতা: নতুন ভূমিকায় লক্ষ্মীরতন শুক্ল। ভারতের প্রাক্তন এই অলরাউন্ডারকে অনূর্ধ্ব২৩ বাংলা দলের কোচ হিসেবে নিযুক্ত করা হল। রাজ্য সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই কানাঘুষো শোনা যাচ্ছিল যে ময়দানে ফের ফিরতে চলেছেন বাংলার প্রাক্তন অলরাউন্ডার। সেই মতই সিএবির তরফে এক প্রেস বিবৃতি দিয়ে এদিন লক্ষ্মীর কোচ হিসেবে নিয়োগের খবর জানিয়ে দেওয়া হল।


এদিকে ২০২১-২০২২ মরসুমেও বাংলা দলের কোচ হিসেবে দেখা যাবে অরুণ লালকে। অনূর্ধ্ব২৩ বাংলা দলের কোচ হিসেবে সাফল্য পেয়েছিলেন সৌরাশিস লাহিড়ি। তাঁকে এবার বাংলা সিনিয়র দলে অরুণ লালের সহকারী নিযুক্ত করা হচ্ছে। বাংলার প্রাক্তন পেসার শিবশঙ্কর পালকে বোলিং কোচ হিসেব নিযুক্ত করা হয়েছে।


নতুন দায়িত্ব পেয়ে লক্ষ্মী বলেন, ‘সবাই মিলে কাজ করতে হবে। সামনের দিকে তাকাতে চাইছি।’ এদিকে সৌরাশিস লাহিড়িকে সহকারী হিসেবে পেয়ে খুশি অরুণ লাল। তিনি বলেন, ‘সৌরাশিসের জন্য আমি খুব খুশি। ও ভীষণ পরিশ্রমী ছেলে, লক্ষ্যে স্থির সবসময়। গত তিন মরসুম ধরে অনূর্ধ্ব২৩ দলের ছেলেদের সঙ্গে কাজ করেছে। ওদের সম্পর্কে অভিজ্ঞতাও রয়েছে। 


বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ২০২১ সালের অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার কথা ভিভিএস লক্ষ্মণের। তবে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানো হতে পারে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত। স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্বে বহাল থাকবেন বাংলার কিংবদন্তি প্রাক্তন স্পিনার উৎপল চট্টোপাধ্যায়।


এদিন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘সিএবির তরফ থেকে আমি প্রত্যেক প্রাক্তন ক্রিকেটারকে শুভেচ্ছা জানাচ্ছি, যাঁরা নতুন দায়িত্ব পেলেন। আমি নিশ্চিত তাঁরা তাঁদের অভিজ্ঞতা দিয়ে আগামী মরসুমগুলোয় বাংলা ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।’


সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘নতুন কিছু মানুষকে দায়িত্ব দেওযা হয়েছে তাঁদের যোগ্যতা ও পারফরম্যান্সের উপর বিবেচনা করে। বাংলা ক্রিকেটের উন্নতিই আমাদের সবসময়ের লক্ষ্য। আমরা চাই বঙ্গ ক্রিকেট আরও উজ্জ্বল হোক। যাঁদের নিযুক্ত করা হয়েছে, আশা করব তাঁরা তাঁদের সেরাটা দেবেন।’