লন্ডন: কোথায় থামবেন নোভাক জকোভিচ? প্রশ্নের উত্তর আদৌ কারও কাছে আছে কিনা জানা নেই। ঠিক যেই ফর্মে রয়েছেন তিনি, তাতে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন বলেই মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা। কিংবন্তি প্রাক্তন টেনিস তারকা জন ম্যাকেনরো মনে করেন আরও ৩-৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল জকোভিচের।


রবিবারই কেরিয়ারের ৬ নম্বর উইম্বলডন খেতাব জিতেছেন জকোভিচ। সব মিলিয়ে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ম্যাকেনরো বলেন, ‘মোট ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারে নোভাক। এখনও আরও ৪-৫টি গ্র্যান্ড স্ল্যাম ও জিততে পারে। তবে ওর শরীর কতটা সঙ্গ দেয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ’ ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ম্যাকেনরো আরও বলেন, ‘জোকার সবাইকে ছাপিয়ে গিয়েছে। ও ঠাণ্ডা মাথায় যেভাবে খেলে, তাতে প্রতিপক্ষের কাছে ম্যাচ ক্রমশ কঠিন হয়ে যায়। চাপের মুখে বারবার ইতিহাস তৈরি করছে ও। রেকর্ড গড়েই চলেছে ও ক্রমাগত। নিঁখুত খেলছে । দুর্দান্ত ছন্দে রয়েছে ও। আরও কয়েক বছর এটা বজায় রাখতে চাইবে জকোভিচ।’


চলতি বছরের শুরুতে অস্ট্রলিয়ান ওপেন জিতেছিলেন জকোভিচ। এরপর রাফায়েল নাদালের পয়া লাল সুড়কির কোর্টেও নিজের জাত চিনিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন। স্প্যানিশ টেনিস তারকাকেই সেমিফাইনালে হারিয়ে দিয়েছিলেন জোকার। তখনই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল যে এবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হতে চলেছেন জকোভিচ। এরপর রবিবার উইম্বলডনেও জয়। বছরের তিনটি গ্র্যান্ড স্ল্যামই জিতলেন।  এবার বাকি শুধু ইউ এস ওপেন। তা জিতলে পারলে এক ক্যালেন্ডার বর্ষে সবগুলো গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়বেন জোকার। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ইউ এস ওপেন। 


জকোভিচের কোচ জোকারকে নিয়ে বলেছিলেন, ‘ও একমাত্র টেনিস প্লেয়ার যার বছরে চারটে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ রয়েছে। আসন্ন ইউ এস ওপেন যদি জিততে পারে জোকার, তবে এতদিন ধরে চলা তর্ক হয়ত বন্ধ হতে বাধ্য। নিশ্চিতভাবেই টেনিসে সর্বকালের সেরা বিবেচিত হবেন নোভাক জকোভিচ।’


এখন দেখার আসন্ন ইউ এস ওপেনে জিতে নতুন নজির গড়তে পারেন কিনা বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।