কলকাতা: লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) উদ্বোধনী ম্যাচে ইডেনে দুই ইনিংসে আলো জ্বাললেন দুই ব্যাটার। প্রথমে অ্যাশলে নারস (Ashley Nurse)। ৪৩ বলে অপরাজিত ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন নারস। তাঁর দাপটে প্রথমে ব্যাট করে জাক কালিসের ইন্ডিয়া ক্যাপিটালস তুলেছিল ১৭৯/৭।


রান তাড়া করতে নেমে ইডেনে দ্বিতীয় ইনিংসে স্ট্রোকের ফুলঝুরি ছোটালেন কেভিন ও'ব্রায়েন (Kevin O'Brien)। আইরিশ ব্যাটার ৬১ বলে ১০৭ রান করলেন। মারলেন ১৫টি চার, ৩টি ছক্কা। তাঁর দাপটে ৮ বল বাকি থাকতে জয়ের রান তুলে নিল বীরেন্দ্র সহবাগের গুজরাত জায়ান্টস।


 






টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাত জায়ান্টসের অধিনায়ক বীরেন্দ্র সহবাগ। তবে নারস ছাড়া ইন্ডিয়া ক্যাপিটালসের আর কেউই দাগ কাটতে পারেননি। ৮টি চার ও ৯টি ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নারস। কালিস কোনও রান না করে আউট হন। শূন্য রানে আউট হন রজত ভাটিয়াও। গুজরাত জায়ান্টসের হয়ে খেলেছেন বাংলার পেসার অশোক ডিন্ডা। তবে তিনি ২ ওভারে ২৬ রান খরচ করেন। দুটি করে উইকেট পেয়েছেন থিসারা পেরেরা, কেপি আপান্না ও রায়াদ এম্রিট।


 




রান তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন সহবাগ। মাত্র ৬ রান করে। পার্থিব পটেল ১৩ বলে ২৪ রান করেন। প্রবীণ তাম্বে তিন উইকেট পেলেও দলকে জেতাতে পারেননি।


আরও পড়ুন: রাতের আকাশে মায়াবী আলোর খেলা, ইডেনে দর্শকদের জন্য হাজির চোখধাঁধানো লেজার শো