নয়াদিল্লি: শনিবারই (১৭ সেপ্টেম্বর) মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তাদের আমিরশাহির ফ্রাঞ্চাইজি লিগের দল, এমআই এমিরেটসের (MI Emirates) নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হল। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (International League T20) নামে আমিরশাহিতে শুরু হতে চলা নতুন লিগে খেলবে এই দল। এই দলের কোচ নিযুক্ত হলেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিন কাজ করা নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা বোলার শেন বন্ড (Shane Bond)। 


নতুন দায়িত্বে বন্ড


মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৫ সাল থেকে যুক্ত বন্ড। তিনি পল্টনদের বোলিং কোচও বটে। তাঁকেই এবার নতুন দায়িত্ব দিল মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি। বন্ডের তত্ত্বাবধানে মুম্বই চার চারটি আইপিএল খেতাব জিতেছে। নতুন দায়িত্ব পেয়ে বন্ড এক বিবৃতিতে বলেন, 'এমআই এমিরেটসের কোচ হতে পারা দারুণ সৌভাগ্যের বিষয়। নতুন টিম গড়ে তোলাটা সবসময়ই দারুণ একটা বিষয়। এমআইয়ের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের খেলোয়াড়দের আরও উন্নতিতে সাহায্য করার জন্য আমি মুখিয়ে রয়েছি।' 


পরিচিত মুখ দিয়েই তৈরি কোচিং স্টাফ


বন্ড বাদেও এমআই এমিরেটসের কোচিং স্টাফে যুক্ত হওয়া সকলেই আগে থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে বিভিন্ন ভূমিকায় জড়িত ছিলেন। মুম্বইয়ের হয়ে অতীতে খেলা পার্থিব পটেলকে (Parthiv Patel) এই দলের ব্যাটিং কোচ নিযুক্ত করা হয়েছে। বিনয় কুমার হয়েছেন বোলিং কোচ। আরেক কিউয়ি জেমস ফ্র্যাঙ্কলিনকে দলের ফিল্ডিং কোচ নিয়োগ করা হয়েছে। আর পল্টনদের সাপোর্ট স্টাফের অঙ্গ, প্রাক্তন ভারতীয় তারকা রবিন সিংহ এই ফ্রাঞ্চাইজির জেনারেল ম্যানেজারের দায়িত্ব সামলাবেন।


দলের অন্যতম কর্ণধার আকাশ আম্বানি এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমি শেন, রবিন, পার্থিব, বিনয় এবং জেমসকে এমআই এমিরেটসের নতুন দায়িত্বে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময়ে এমআইয়ের অংশ থাকায়, এই কোচিং দলের সকলেই এমআইয়ের নিয়ম, নীতি সম্পর্কে অবগত। আমি নিশ্চিত ওঁরা এমন একটা এমআই এমিরেটস দল গঠন করবে যা এমআইয়ে সমর্থকরা পছন্দ করবেন।'  আবু ধাবিতেই নিজেদের ম্যাচ খেলবে এমআই এমিরেটস। দলে একাধিক প্রাক্তন ও বর্তমান মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছে এমআই এমিরেটস। আসন্ন দিনে আরও খেলোয়াড়রা দলের সঙ্গে যুক্ত হবেন।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়ার আগেই কোচ হিসাবে বাউচারের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স