বেঙ্গালুরু: ড্রেসিংরুম থেকে ডিআরএস-এর বিষয়ে সাহায্য নেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান। ভারতের অধিনায়ক বিরাট কোহলির আক্রমণের জবাবে তিনি বলেছেন, ‘কোহলি নিজের মতামত প্রকাশ করেছে। আমাদেরও নিজস্ব মতামত আছে। যেভাবে খেলা উচিত, সেভাবেই খেলেছি আমরা। কোহলির অভিযোগ শুনে খুব অবাক হয়েছি। আমাদের তরুণ দল যা খেলেছে, তাতে আমি খুশি। এখন পরের ম্যাচের জন্য তৈরি হচ্ছি।’
গতকাল বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়াকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে বিরাট দাবি করেন, ডিআরএস চাওয়ার আগে দু বার অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ড্রেসিংরুমের সাহায্য চেয়েছেন। এই অভিযোগ অস্বীকার করেছেন লেম্যান।
ডিআরএস বিতর্কে বিরাটের অভিযোগ ওড়ালেন অস্ট্রেলিয়ার কোচ লেম্যান
Web Desk, ABP Ananda
Updated at:
08 Mar 2017 03:37 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -