ভারতীয় ফুটবল দল এখন দেশের মাটিতে ইন্টার কন্টিনেন্টাল কাপে খেলছে। প্রথম ম্যাচে চিনা তাইপেইকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন সুনীলরা। ভারতের অধিনায়ক হ্যাটট্রিক করেছেন। আজ কেনিয়ার মুখোমুখি হবে ভারত। তার আগে বিরাট, সচিনরা আহ্বান জানানোয় আশা করা যায় ফুটবলপ্রেমীরা গ্যালারি ভরিয়ে তুলবেন। বিরাটের পর সচিন, ভারতের ফুটবল দলকে সমর্থনের আর্জি
Web Desk, ABP Ananda | 04 Jun 2018 11:56 AM (IST)
মুম্বই: ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমর্থনের আর্জি জানিয়েছিলেন ক্রিকেট দলের নেতা বিরাট কোহলি। এবার কিংবদন্তী সচিন তেন্ডুলকরও ভারতের ফুটবল দলের সমর্থনে এগিয়ে এলেন। তিনি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে ক্রীড়াপ্রেমীদের সব খেলাকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন। ক্রিকেটের মহাতারকা বলেছেন, ‘ফুটবল, হকি, ব্যাডমিন্টন, টেনিস, কুস্তি, ক্রিকেট যে খেলাই হোক না কেন, অ্যাথলিটদের সমর্থন করা এবং উৎসাহ দেওয়া দরকার। খেলোয়াড়দের পাশে থাকা জরুরি। দেশকে সম্মান এনে দেওয়ার জন্য আমাদের অ্যাথলিটরা কঠোর পরিশ্রম করেন। দেশের প্রতিনিধিত্ব করাই তাঁদের স্বপ্ন।’