বার্সেলোনা: বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দিয়েছিলেন। আর নতুন ক্লাবে আসার পরই নিজের জাত চেনানো শুরু করে দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। একের পর এক ম্যাচে বার্সা সমর্থকদের মন জয় করে নিয়েছেন তিনি। এবার এলচের বিরুদ্ধেও লা লিগার ম্যাচে এদিন জোড়া গোল করলেন তিনি। ম্যাচেও বার্সেলেনা সহজ জয় পেল ৩-০ ব্যবধানে। এই নিয়ে স্পেনের লা লিগায় তাঁর গোল হয়েছে ৬ ম্যাচে ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের সংখ্যা ১১।
এদিন খেলার শুরুতেই লাল কার্ড দেখার ফলে মাঠ ছাড়তে হয় এলচের ফুটবলারদের। বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুয়ে খেলার ১৪ মিনিটেই ১০ জনের দল হয়ে যায় এলচে। তবে এরপরও প্রথম গোল পেতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল বার্সাকে। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রথম গোল পায় বার্সা। দলকে এগিয়ে দেন লেওয়ানডস্কির। ১৮ বছরের আলেজান্দ্রো বালডের ক্রস থেকে ট্যাপে দুর্দান্ত গোল করেন লেওয়ানডস্কি। এরপর প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে শুরু থেকে এলচের রক্ষণে বারবার চাপ বাড়াতে থাকে জাভির দল। ৪১ মিনিটের মাথায় ম্যাচের দ্বিতীয় গোল করেন ডিপাইয। ৪৮ মিনিটের মাথায় ম্যাচের গোল বার্সার। উসমান ডেম্বেলের ক্রস থেকে এবার গোল করেন ডিপাই। সেখান থেকে পাস পেয়ে যান লেওয়ানডস্কি। নিজের দ্বিতীয় গোলটি করতে ভুল করেননি পোল্যান্ডের তারকা স্ট্রাইকার। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে এই মুহূর্তে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
গুরুতর অভিযোগ উঠেছিল। নির্বাসনের সম্ভাবনাও দেখা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। চিলির অভিযোগ উড়িয়ে দিল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে অবশ্যই খেলবে ইকুয়েডর। জানিয়ে দেওয়া হল ফিফার তরফে।
উল্লেখ্য, ইকুয়েডর কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছিল বাছাই পর্ব খেলে। কিন্তু চিলি অভিযোগ আনে, ইকুয়েডরের এক ডিফেন্ডার বয়স ভাঁড়িয়ে খেলেছেন। ভুল জন্মসাল দেখিয়েছিলেন সেই ফুটবলার, এমনও অভিযোগ ওঠে। পাশাপাশি চিলি দাবি জানায়, ইকুয়েডরকে যেন বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়। সেই অভিযোগ তদন্ত করে অবশেষে ফিফা রায় দিল, চিলির অভিযোগ সত্য নয়। ফলে ইকুয়েডরই থাকছে কাতার বিশ্বকাপে।