নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। ইতিমধ্যেই সিংহভাগ দল নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় নির্বাচকরাও ইতিমধ্যেই ১৫ সদস্যের দল বেছে নিয়েছেন। হাঁটুর চোটে জেরে অস্ত্রোপ্রচার করানোয় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। জাডেজার না থাকা ভারতীয় দলের জন্য বিশাল ক্ষতি মেনে নিচ্ছেন মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)। তবে তা সত্ত্বেও বিশ্বকাপে ভারতের বিষয়ে আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন কোচ।
বিরাট ক্ষতি
জাডেজার বিষয়ে কথা বলতে গিয়ে জয়বর্ধনে জানান, 'বিরাট ক্ষতি। ভারতীয় দল ওকে পাঁচ নম্বরে ব্যাট করাচ্ছিল। ও এবং হার্দিক পাণ্ড্য প্রথম ছয়ে ব্যাট করার পাশাপাশি বলও করতে পারায় ভারতীয় দলের ভারসাম্যটাও দারুণ ছিল। মিডল অর্ডারে একজন বাঁ-হাতি না থাকাটা চিন্তারই। সেই কারণেই দীনেশ কার্তিককে বাদ দিয়ে ওরা ঋষভ পন্থকে আবার দলে ফিরিয়ে এনেছে। তবে জাডেজা যে ফর্মে ছিল, তাতে ওর না থাকাটা বিরাট ক্ষতি।' তা সত্ত্বেও ভারতের বিষয়ে জয়বর্ধনে আশাবাদী মূলত দুই কারণে। বিরাট কোহলির (Virat Kohli) ফর্মে প্রত্যাবর্তন এবং চোট সারিয়ে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দলে ফেরা।
শক্তি বাড়াবে কোহলি, বুমরা
কোহলি এশিয়া কাপে শতরানের খরা কাটিয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও হন তিনি। কোহলির ফর্মে ফেরাটা প্রতিপক্ষদের চিন্তার বিষয় হবে বলেই মনে করছেন শ্রীলঙ্কান প্রাক্তনী। 'ও বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে খালি বড় ইনিংস খেলতে পারছিল না। এমনটা কেরিয়ারের কোনও না কোনও সময়ে হবেই। তবে এশিয়া কাপে ও ভাল ব্যাট করে নিজের দক্ষতা প্রদর্শন করেছে। ভারতের হয়ে কোহলির ফর্মে ফেরাটা একটা বিরাট ইতিবাচক দিক যা প্রতিপক্ষদের চাপে রাখবে।' মত মাহেলার।
মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর অধীনে খেলা বুমরার চোট সারিয়ে দলে ফেরাটাও ভারতকে আরও মজবুত করবে বলে মত জয়বর্ধনের। তাঁর মতে, 'যশপ্রীতের না থাকাটা (এশিয়া কাপে খারাপ পারফরম্যান্সের জন্য) একটা বড় কারণ। ও তো নতুন বল এবং ইনিংসের শেষের দিকে, উভয় সময়েই বল করে। অস্ট্রেলিয়ায় ও ফিরলে দলের শক্তি বাড়বেই। বিশ্বকাপটা পুরোটাই সঠিক সময়ে নিজের সেরাটা দেওয়ার ওপর নির্ভরশীল। তাই ভারতীয় দল নিজেদের খেলার একটু উন্নতি করলেই, আমার মতে বিশ্বকাপে ভাল পারফর্ম করার জন্য দলে যথেষ্ট প্রতিভা রয়েছে।'
আরও পড়ুন: জন্মদিনে অশ্বিনকে বিশেষ বার্তা পাঠালেন কোহলি, কী লিখলেন বিরাট?