সেই কথপোকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিখর। ভিডিওতে শিখরকে বলতে শোনা যায়, ‘দেখুন, আমাদের মধ্যে আর একজন কাল জোরু কা গোলাম হতে যাচ্ছে। মোতিচূরের লাড্ডু যে খেয়েছে সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। কেমন লাগছে। আর বিয়ের প্রস্তুতি কেমন চলছে’।
জবাবে ভূবি বলেছেন, ‘বিয়ে কাল নয়, ২৩ নভেম্বর। প্রস্তুতি যা নেওয়ার তা নিচ্ছে বাড়ির লোকজন। এখন খেলে ফিরছি। ক্লান্ত, তাই ওখানে গিয়ে কী অনুভূতি হবে, তা বলতে পারছি না’।
এরপর ভূবি যা বললেন, তা শুনে হেসে ফেললেন শিখর। ভূবি বলেন, ‘তোমাদের কাছেই শুনেছি, বিয়ের অনুভূতি কেমন হয়’।