ফ্লোরিডা: ফের মেসি ম্যাজিক। দিন কয়েক আগেই লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি (Inter Miami)। এবার যুক্তরাষ্ট্র ওপেন কাপের (US Open Cup) ফাইনালেও পৌঁছে গেল ইন্টার মায়ামি। দুই গোলে পিছিয়ে পড়েও পেনাল্টিতে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালের পৌঁছল লিওনেল মেসির (Lionel Messi) দল। ম্যাচে গোল না করলেও, দুইটি অ্যাসিস্ট করেন আর্জেন্তাইন কিংবদন্তি। ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষমেশ পেনাল্টিতে জয় পায় মেসির দল ইন্টার মায়ামি।


লিগস কাপ দয়ের পর এই ম্যাচের শুরুটা ইন্টার মায়ামি একেবারেই ভাল করতে পারিনি। ম্যাচের ৫৩ মিনিটে দুই গোলে পিছিয়েও পড়তে হয়েছিল তাঁদের। তবে পিছিয়ে পড়লেও দুরন্তভাবে লড়াইয়ে ফেরে ইন্টার মায়ামি। আরও ভালভাবে বলতে গেলে ইন্টার মায়ামিকে লড়াইয়ে ফেরান লিওনেল মেসি। ম্যাচের ৬৮ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নেন মেসি। তাঁর ঠিকানা লেখা ক্রস থেকেই কাম্পানা দলের হয়ে ব্যবধান অর্ধেক করেন। এরপর ম্যাচের শেষের মুহূর্তেই একই জুটি দলকে সাফল্য এনে দেন। ফের একবার মেসির দুরন্ত অ্যাসিস্ট থেকে হেড দিয়ে গোল করেন কাম্পানা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


অতিরিক্ত সময়ের শুরুতেই, তিন মিনিটের মাথায় জোসেফ মার্তিনেজ ইন্টার মায়ামিকে ম্যাচে এগিয়ে দেন। তবে ১১৪ মিনিটে গোল হজম করায় ম্যাচ ১২০ মিনিট পরেও ৩-৩ সমতায় শেষ হয়। খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে ৫-৪ স্কোরলাইনে ম্যাচ জিতে নিয়ে ফাইনালে জায়গা পাকা করে ইন্টার মায়ামি। মেসি পেনাল্টিতে গোল করতে সক্ষম হন। টিনএজার বেঞ্জামিন শেষ শটে গোল করে দলকে জেতান। আট ম্যাচে এই প্রথমবার ইন্টার মায়ামির হয়ে গোল করতে ব্যর্থ হলেন মেসি। তবে ইতিমধ্যেই আগের সাত ম্যাচে কিন্তু ১০টি গোল করে ফেলেছেন মেসি। এই ম্যাচে গোল না করলেও, দুরন্ত জয়ে কিন্তু মেসির অবদান কম নয়। এই জয় দলের মনোবল বাড়াতে কাজে লাগবে। সপ্তাহান্তে, এই শনিবারই নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এমএলএসে নিজের অভিষেক ঘটাবেন মেসি। 


 



 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: গেম ২ ড্র করাই ছিল লক্ষ্য, কার্লসেনের পরিকল্পনা শুরুতেই বুঝে গিয়েছিলেন প্রজ্ঞাননন্দ!