প্যারিস: আবার রেকর্ড গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার নিজেরই রেকর্ড় ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। পিএসজির (PSG) জার্সিতে বুধবার বেনফিকার বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্তাইন সুপারস্টার। আর ঠিক সেই সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন মেসি।
৩৫ বছরের তারকা ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে ৪০টি আলাদা আলাদা দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন। যা বিশ্বের যে কােনও ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক দলের বিরুদ্ধে গোল। এই ম্যাচে নামার আগে সংখ্যাটা ছিল ৩৯। বেনফিকার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই যা টপকে গেলেন মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে সবেচেয়ে বেশি গোল মেসি করেছেন আর্সেনালের বিরুদ্ধে। উত্তর লন্ডনের দলটির বিরুদ্ধে সর্বাধিক ৯ গোল করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি মোট ১৪০ গোলের মালিক। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। তাঁর ঝুলিতে রয়েছে মোট ১২৬ গোল। তুলনায় তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি অনেকটাই পিছিয়ে। তিনি ৮৯ গোলের মালিক। রিয়াল মাদ্রিদের করিম বেঞ্জেমা ৮৬ গোল করেছেন।
বেনফিকার বিরুদ্ধে ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারেনি পিএসজি। ১-১ গোল করে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়। এই ম্যাচের আগে জুভেন্টাসের বিরুদ্ধে ২-১ ও মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল পিএসজি। এদিন শুরুতে মেসির গোলে এগিয়ে গিয়েও সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি।
আরও পড়ুন: সোশাল মিডিয়ায় হঠাৎ আলোচনার কেন্দ্রে দীপক চাহার, কিন্তু কেন?