প্যারিস: স্ট্রসবার্গের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেই শনিবার রাতে লিগ ওয়ান খেতাব নিজেদের নামে করে ফেলল প্যারিস সঁ জরম (Paris Saint-Germain)। এই ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন পিএসজি তারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। নিজের কেরিয়ারের ৪৩তম ট্রফিটি জিতলেন মেসি। এই খেতাব জিতেই তিনি ড্যানিয়েল আলভেসের সর্বাধিক ট্রফি জয়ের কৃতিত্বে ভাগ বসালেন। মেসি বার্সার হয়ে ৩৫টি ট্রফি জিতেছেন, তিনটি ট্রফি জিতেছেন পিএসজির হয়ে এবং জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে জিতেছেন পাঁচটি ট্রফি।


রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন মেসি


প্রসঙ্গত, লিগ ওয়ানে মেসিই এদিন পিএসজির হয়ে একমাত্র গোলটি করেন। এটি ইউরোপের কোনও ক্লাবের হয়ে লিগে মেসির ৪৯৬তম গোল। এই গোলের সুবাদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) পিছনে ইউরোপের সেরা পাঁচ লিগে সর্বাধিক গোল করার কৃতিত্ব নিজের নামে করে ফেললেন আর্জেন্তাইন তারকা। মেসির গোলের সুবাদেই ম্যাচ ড্র করেও, ৮৫ পয়েন্ট নিয়ে লিগ খেতাব নিশ্চিত করে ফেলল পিএসজি। এটি প্যারিসের ক্লাবের ১১তম লিগ খেতাব, যা সর্বকালের সর্বোচ্চ।


 



 


দ্বিতীয় লেন্স


মেসিদের পিএসজির থেকে চার পয়েন্ট কম নিয়ে লিগ ওয়ানে দ্বিতীয় স্থান পাকা করল আরসি লেন্স। আজাসিওকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে লেন্স। তবে স্টাড ব্রেস্টোয়িসের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ হারলেও অলিম্পিক ডে মার্সের তৃতীয় স্থান পাকা। তাঁদের দখলে রয়েছে ৭৩ পয়েন্ট। নান্টসের বিরুদ্ধে ২-১ জিতে চতুর্থ স্থানে লিল। তাঁদের দখলে ৬৬ পয়েন্ট। এএস মোনাকোকে ২-০ হারিয়ে লিগ তালিকায় পাঁচে উঠে এল রেন।


লিগ ওয়ানের প্রথম দুই স্থানে থাকা দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে। তাই ২১ বছর পর আবারও ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে লেন্সকে। অপরদিকে, মার্সেকে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতাঅর্জন পর্বে খেলেই মূলপর্বে জায়গা পাক করতে হবে। লিগ তালিকায় চার নম্বরে থাকা দল সরাসরি ইউরোপা লিগে খেলতে পারবে। সেই স্থান দখলের লড়াইয়ে লিলের সঙ্গে এএস মোনাকো, রেন ও লিয়ঁ দৌড়ে রয়েছে। 


আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?