নয়াদিল্লি: গত বছরের তালিকায় তাঁর নাম ছিল না। তবে এ বছর ফের একবার বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে লিওনেল মেসি (Lionel Messi)। সদ্য প্রকাশিত ৩০ জনের ব্যালন ডি'অর (Ballon d'Or) তালিকায় নাম রয়েছে আর্জেন্তাইন কিংবদন্তির। তবে সেই তালিকায় তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ড নেই।


ফ্রান্স ফুটবলের তরফে বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার সাত সাতবার জিতেছেন মেসি। এবারও সেরা হওয়ার দৌড়ে তিনি অন্যতম বড় দাবিদার। গত মরশুমেই আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। সেরা হওয়ার দৌড়ে আরলিং হালান্ড (Erling Haaland) তাঁকে কড়া টক্কর দিতে চলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উয়েফার সেরা ফুটবলারের পুরস্কার ইতিমধ্যেই জিতে নিয়েছেন তিনি। গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছিলেন হালান্ড। ভেঙেছেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডও। তাই স্বাভাবিকভাবেই তিনি সেরা হওয়ার দৌড়ে অন্যতম বড় দাবিদার। 


হালান্ড ছাড়াও ট্রেবলজয়ী ছয় ম্যাঞ্চেস্টার সিটি ফুটবলার ৩০ জনের তালিকায় স্থান পেয়েছেন। গত বারের ব্যালন ডি'অর বিজেতা করিম বেঞ্জেমাও রয়েছেন সেরা হওয়ার দৌড়ে। এর পাশাপাশি বেঞ্জেমা ও মেসির প্রাক্তন সতীর্থ তথা পিএসজি ও ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপেও দৌড়ে রয়েছেন। এছাড়াও তরুণ ভিনিসিয়াস জুনিয়র, জামাল মুসিয়ালার পাশাপাশি মহম্মদ সালাহ, রবার্ট লেওয়নডস্কি, হ্যারি কেন, লুকা মদ্রিচের মতো বিশ্বফুটবলে পরিচিত ফুটবলাররা রয়েছেন এই তালিকায়।


তবে পাঁচ বারের ব্যালন ডি'অর বিজেতা রোনাল্ডো আপাতত আল নাসরে খেলেছেন। তিনি ২০০৩ সালের পর প্রথমবার সেরা হওয়ার দৌড়ে নেই। ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি'অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গত সপ্তাহেই উয়েফার বিচারে মহিলাদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আইতানা বোনমাতি (Aitana Bonmati)। তিনি মহিলাদের ব্যালন ডি'অরের জন্য মনোনীত ফুটবালরদের অন্যতম।আইতানা ছাড়াও বিশ্বজয়ী আরও পাঁচ ফুটবলার এই তালিকায় রয়েছেন। তবে বিগত মরশুমের সিংহভাগই চোটের কারণে খেলতে পারেননি তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেলাস। সেই কারণেই দুই বারের ব্যালন ডি'অর জয়ীর নাম এবারে সেরা হওয়ার দৌড়ে নেই।


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ক্রিকেটপ্রেমীদের জন্য বিশ্বকাপের আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করবে বোর্ড, কবে কেনা যাবে?