বুয়েনস আইরেস: সামনেই কোপা আমেরিকা (Copa America)। বিশ্বচ্যাম্পিয়ন দেশের ফুটবলার হিসাবে প্রথমবার কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামবেন লা আলবিসেলেস্তেরা। তার আগে প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্তিনা (Argentina Football Team) দলে রাখা হল লিওনেল মেসিকেও। পূর্ণ শক্তির দল ঘোষণা করা হল।

আর্জেন্তিনা দলে চমক, চার টিনেজার। অনূর্ধ্ব ২০ বছর বয়সী খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন চারজন। তাঁরা হলেন ভ্যালেন্তিন বার্কো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্তিন কার্বোনি ও আলেহান্দ্রো গারাঞ্চো।


বার্কো এই প্রথম সিনিয়র দলে ডাক পেয়েছেন। তবে চোটের কারণে দলে রাখা হয়নি লিসান্দ্রো মার্তিনেজ়, গনসালো মন্তিয়েল, মার্কোস আকুনা এবং গুইদো রদ্রিগেজকে। এঁদের মধ্যে মন্তিয়েলই কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে শেষ গোলটি করেছিলেন। ২০২২ সালে কাতারে বিশ্বকাপজয়ী দলের থিয়াগো আলমাদাও অবশ্য ডাক পাননি। তার কারণও রয়েছে। তাঁকে রাখা হয়েছে হাভিয়ের মাসচেরানোর অলিম্পিক্সের দলে। আগামী ২২ মার্চ ফিলাডেলফিয়াতে এল সালভাদর এবং ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসে কোস্টা রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। 



গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আর্মানি

ডিফেন্ডার: জার্মান পেজেল্লা, নেহুয়েন পেরেজ়, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ত্যাগলিফিয়াকো, মার্কোস সেনেসি, ভ্যালেন্তিন বার্কো, নাহুয়েল মোলিনা

মিডফিল্ডার: এজিকেল পালাসিয়োস, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারাদেস, এঞ্জো ফার্নান্দেজ়, জিওভানি লো সেলসো, নিকো গঞ্জালেজ়।

ফরওয়ার্ড: আলেহান্দ্রো গারাঞ্চো, ফাকুন্দো বুয়োনানোত্তে, ভ্যালেন্তিন কার্বোনি, অ্যাঙ্খেল দি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ়, লউতারো মার্তিনেজ ও পাবলো দিবালা।                                          

 

 




আরও পড়ুন: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে