প্যারিস: বেড়াতে গিয়ে মেসি-দর্শন। শুধু তাই নয়, তাঁদের চিৎকারে সাড়া দিয়ে হাতও নাড়লেন আর্জেন্তিনার মহাতারকা ফুটবলার। ভারতীয় ভক্তদের ঘোর কাটছে না। আনন্দে আত্মহারা তাঁরা। মেসি-দর্শনের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দুই ভারতীয়। সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। 


অ্যানাস পিএ এবং সমীর নামে দুই ভারতীয় ফ্রান্সে বেড়াতে গিয়েছেন। রাজধানী প্যারিসে গিয়ে তাঁরা উঠেছেন এক বিলাসবহুল হোটেলে। তাঁরা একবারের জন্যও ভাবতে পারেননি যে, তাঁদের সঙ্গে একই হোটেলে রয়েছেন লিওনেল মেসিও!


বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জারমাঁ-তে যোগ দেওয়ার পর এখনও স্থায়ী ঠিকানা হয়নি লিওনেল মেসির। সপরিবারে তিনি থাকছেন প্যারিসের বিখ্যাত পাঁচতারা হোটেল লে রয়্যাল মঁসো-তে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মেসি যে বিলাসবহুল ঘরে থাকছেন তার দৈনিক ভাড়া ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা।


মেসিকে একবার চোখের দেখা দেখতে হোটেলের সামনে প্রত্যেক দিন ভিড় জমাচ্ছেন অংখ্য ভক্ত। মেসি অবশ্য নিরাশ করছেন না কাউকেই। সময় পেলেই ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন। সেই হোটেলেই উঠেছেন অ্যানাস পিএ এবং সমীর নামের ওই দুই ভারতীয়। ভক্তদের চিৎকারে তখন ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলেন মেসি। সেই সময় নিজের ঘরের ব্যালকনিতে ছিলেন অ্যানাস পিএ এবং সমীর।


মেসিকে দেখে আবেগ গোপন করতে পারেননি তাঁরা। নিজেদের চোখকেই যেন বিশ্বাস হচ্ছিল না দক্ষিণ ভারতের দুই বাসিন্দার। ‘মেসি মেসি’ বলে চিৎকার করতে থাকেন তাঁরা। পরে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগও পেয়েছেন দুই ভারতীয়।


সেই ভিডিও তাঁরা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।



এদিকে, মেসি-হীন বার্সেলোনা লা লিগায় প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করেছে। রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ৪-২ গোলে জেতেন জেরার পিকে-রা। তবে গ্যালারিতে ছিল মেসিকে নিয়ে হাহুতাশ। অনেকেই প্ল্যাকার্ডে মেসির নাম লিখে নিয়ে গিয়েছিলেন।