ফ্রান্স: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। করোনামুক্ত হয়ে আর্জেন্তিনা থেকে প্যারিসে ফিরলেন পিএসজি তারকা লিওনেল মেসি। গত সপ্তাহে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় তিনি বড়দিনের ছুটি কাটানোর জন্য আর্জেন্তিনার রোজারিওতে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় সেখানেই কয়েকদিন থাকেন তিনি। এবার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তিনি প্যারিসে ফিরে এলেন।


পিএসজি সূত্রে খবর, এবার দলের চিকিৎসকরা মেসির শারীরিক পরীক্ষা করবেন। এই ফুটবলার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কি না, সেটা দেখবেন চিকিৎসকরা। যে কোনও মরসুম শুরু হওয়ার আগে ফুটবলারদের যেরকম শারীরিক পরীক্ষা করা হয়, এখন মেসির ক্ষেত্রে সেটাই হবে।


রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিঁয়র মুখোমুখি হচ্ছে পিএসজি। সেই ম্যাচে মেসি খেলতে পারবেন বলে আশাবাদী পিএসজি শিবির। তবে সেটা মেসির শারীরিক অবস্থার উপর নির্ভর করছে।


মেসি সহ পিএসজি-র চার ফুটবলার করোনা আক্রান্ত হন। আর্জেন্তিনার ডিস্ক জকি ফার প্যালাসিওর সংস্পর্শে এসেই মেসি করোনা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। বড়দিনের সময় রোজারিওতে একাধিক পার্টিতে যান মেসি। তার মধ্যে একটি পার্টিতে ডিজে হিসেবে ছিলেন প্যালাসিও।


৩১ বছর বয়সি ডিজে-র বিরুদ্ধে এর আগে একাধিক পার্টিতে হাজির থাকার অভিযোগ রয়েছে, যেখানে হাজির থাকা লোকজন পরে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই এই ডিজে-কে নিয়ে আলোচনা চলছে।


প্যালাসিও অবশ্য দাবি করেছেন, ‘মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য আমি দায়ী না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করছে, এমনকী খুনিও বলছে। কিন্তু আমি করোনা আক্রান্ত না। আমি উরুগুয়ে যাব বলে করোনা পরীক্ষা করাতে হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’


গত সপ্তাহে ওই পার্টিতে মেসির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন প্যালাসিও। এরপরেই করোনা আক্রান্ত হন মেসি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্যালাসিওকে আক্রমণ করছেন মেসির অনুরাগীরা।