নয়াদিল্লি: লুসেইল স্টেডিয়ামে এক মায়াবী রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়েরর পর ফ্রান্সকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা দল। অবশেষে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। কাতার বিশ্বকাপে সাতটি গোল ও তিনটি অ্যাসিস্টের সুবাদে সেরা খেলোয়াড় হিসাবে গোল্ডেন বল জিতেছেন লিওনেল মেসি। তিনিই প্রথম খেলোয়াড় হিসাবে একাধিক বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন। মাঠে রেকর্ড তো বটেই মাঠের বাইরেও বিশ্বজয়ী মেসির রেকর্ড গড়ার পালা অব্যাহত।


নতুন ইতিহাস


বিশ্বকাপ ট্রফি হাতে ইনস্টাগ্রামে মেসি একটি ছবি পোস্ট করেন। মেসির বিশ্বজয়ের পর থেকেই মতান্তরে বিশ্বের সেরা সর্বকালের ফুটবলারকে শুভেচ্ছা জানানোর ঢল নেমেছে। মেসির পোস্ট করা ছবিকেও অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই ছবিই গড়েছে রেকর্ড। মেসির বিশ্বকাপ হাতে ছবিই ইনস্টাগ্রামের ইতিহাসে কোনও ক্রীড়াবিদের সর্বকালের সর্বাধিক লাইক পড়া ছবি। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত উক্ত ছবিতে লাইকের সংখ্যা ৪৭ মিলিয়ন পার করে ফেলেছে। এই ঘটনাটি বিশ্বস্তরে মেসির জনপ্রিয়তার পরিচয়বাহক।


 






মেসির পোস্ট


উক্ত পোস্টে আবেগতাড়িত মেসি নিজের স্বপ্নপূরণের বর্ণনাই দেন। তিনি লেখেন, 'আমি সারাজীবন ধরে এই দিনটারই স্বপ্ন দেখেছি। তা সত্ত্বেও বারবার ব্যর্থ হয়েছি। অবশেষে আমার স্বপ্নপূরণ হয়েছি। এখনও বিশ্বাস হচ্ছে না। আমার পরিবার এবং আমাকে যারা সমর্থন করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করে দিয়েছি যে আমরা আর্জেন্তিনিয়ানরা যখন দলবদ্ধভাবে কোনও কিছু করার প্রতিজ্ঞা করি, তখন আমরা নিজেদের লক্ষ্য সফল হই। কোনও ব্যক্তির একক কৃতিত্ব নয়, আমাদের দলের সকলে এক লক্ষ্যে একসঙ্গে লড়াই করেছি এবং এটাই আমাদের সাফল্যের আসল কারণ। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।'


আরও পড়ুন: লিওনেল মেসির জন্ম অসমে, দাবি কংগ্রেস নেতার