স্যান্তিয়াগো দেল এস্তেরো : বিশ্বকাপ জয়ের পর ফের আরেক মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি ( Lionel Messi ) ।  বুধবার ভোরে আবারও একটি অনবদ্য জয় পেল আর্জেন্তিনা । কুরাসাওয়ের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে প্রথমার্ধে আর্জেন্তিনার ( Argentina ) হয়ে হ্যাটট্রিক করলেন মেসি। সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারের ১০০ তম গোলটিও করে ফেললেন তিনি। ডিসেম্বরের বিশ্বকাপ জয়ের পর ক্যারিবীয় দলকে ৭-০ গোলে হারাল আর্জেন্তিনা। 


৩৫ এর বিশ্বজয়ী তারকা ম্যাচের ২০ মিনিটের মাথায়  বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ১০০ তম গোলটি করে ফেলেন । এই ম্যাচে হ্যাটট্রিক করে লাতিন আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করার নজির স্থাপন করলেন লিও। প্রথমার্ধেই মেসির হ্যাটট্রিক হয়ে যায়।


এরপর ম্যাচের ৩৩ মিনিটের মাথায়  মেসি  গোলরক্ষকের ডানদিকে ক্রস শটে আর্জেন্তিনার হয়ে তার ১০১ তম গোলটি করেন। তারপর ৩৭ মিনিটে তাঁর ১০২ তম গোলটি করেন । আর্জেন্তিনার জার্সিতে ১৭৪ ম্যাচ খেলে মেসির মোট গোলসংখ্যা এখন ১০২। 


কোনও জাতীয় দলের হয়ে অফিসিয়াল ম্যাচে গোলের সংখ্যার নিরিখে মেসি এখন ৩ নম্বরে। প্রথন স্থানে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জাতীয় দলের হয়ে ১২২ টি গোল করেছেন। তাঁর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরানের আলি দাই। তাঁর করা গোলের সংখ্যা ১০৯। আর্জেন্তিনার জার্সিতে মেসির অভিষেক ২০০৫ সালে।  


মেসি ছাড়াও এই ম্যাচের প্রথমার্ধে গোল করেছেন  নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে, অ্যাঙ্খেল দি মারিয়ার একটি স্পট কিক এবং গঞ্জালো মন্টিয়েলের একটি গোল আর্জেন্তিনাকে ৭-০ ব্যবধানে জয় এনে দেয়। 


 


 











সম্প্রতি আর্জেন্তাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানায় লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল (CONMEBOL)। লিওনেল মেসির এক মূর্তি প্রকাশ্যে আনল কনমেবল। প্যারাগুয়ের আসুনসিয়নে লাতিন আমেরিকার ফুটবল সংস্থার প্রধান কার্যালয়ের মিউজিয়ামেই সেই মূর্তি রাখা হবে। কনমেবল সভাপতি মেসির হাতে 'ব্যাটন অফ ফুটবল'ও তুলে দেন। তিনি বলেন, 'লাতিন আমেরিকান এবং বিশ্ব ফুটবলের তরফে আজ আমরা আপনাকে বিশ্ব ফুটবলের নেতৃত্বভার তুলে দিলাম।' মেসির মূর্তি উন্মোচন এবং তাঁর হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেক আলবিসেলেস্তে ফুটবলার ও কোচ লিওনেল স্কালোনিকে কোপা আমেরিকা ও বিশ্বকাপের ছোট রেপ্লিকাও হাতে তুলে দেওয়া হয়।