আসুনসিয়ন: গত ডিসেম্বরেই ফুটবল বিশ্বকাপ জিতে অমরত্বের দিকে আরও একধাপ এগিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর নেতৃত্বেই কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেতাব জেতেন। এবার আর্জেন্তাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানাল লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল (CONMEBOL)। লিওনেল মেসির এক মূর্তি প্রকাশ্যে আনল কনমেবল।


মেসিকে বিশেষ সম্মান


প্যারাগুয়ের আসুনসিয়নে লাতিন আমেরিকার ফুটবল সংস্থার প্রধান কার্যালয়ের মিউজিয়ামেই সেই মূর্তি রাখা হবে। কনমেবল সভাপতি মেসির হাতে 'ব্যাটন অফ ফুটবল'ও তুলে দেন। তিনি বলেন, 'লাতিন আমেরিকান এবং বিশ্ব ফুটবলের তরফে আজ আমরা আপনাকে বিশ্ব ফুটবলের নেতৃত্বভার তুলে দিলাম।' মেসির মূর্তি উন্মোচন এবং তাঁর হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেক আলবিসেলেস্তে ফুটবলার ও কোচ লিওনেল স্কালোনিকে কোপা আমেরিকা ও বিশ্বকাপের ছোট রেপ্লিকাও হাতে তুলে দেওয়া হয়।


 






স্বপ্নসার্থক করার লড়াই


আবেগপ্রবণ মেসি এই বিশেষ সম্মান পাওয়ার পর বলেন, 'আমি এতকিছু কোনদিন কল্পনাও করিনি। ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলাটাকে ভালবেসে এসেছি এবং পেশাদার হিসাবে একদিন ফুটবল খেলাটা ও উপভোগ করাটাই আমার স্বপ্ন ছিল। আমার দীর্ঘ কেরিয়ারে প্রচুরবার পরাজিত হয়েছি, কিন্তু সেইসব বিষয়ে প্রাধান্য না দিয়ে বরাবরই নিজের সেরাটা দিতে, দলকে জেতাতে চেষ্টা করেছি। আমার মতে স্বপ্নসার্থক করতে লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই লড়াইয়ের পাশাপাশি খেলাটা উপভোগ করাটাও খুব জরুরি।'


প্রসঙ্গত, সদ্যই আর্জেন্তাইন ফুটবল ফেডারেশনের তরফে জাতীয় দলের ট্রেনিং গ্রাউন্ডের নাম বদলে মেসির নামে করার কথা ঘোষণা করা হয়। তার দিন দু'য়েক আগেই মেসি পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে ক্লাব ও দেশ মিলিয়ে নিজের কেরিয়ারের ৮০০তম গোলটি করেন। কুরাসাওয়ের বিরুদ্ধে মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর) খেলতে নামবে আর্জেন্তিনা। সেই ম্যাচে গোল করতে পারলেই মেসি আরও একটি মাইলফলক নিজের নামে করে ফেলবেন। কুরাসাওয়ের বিরুদ্ধে জালে বল জড়ালেই আন্তর্জাতিক দলের হয়ে মেসি ১০০টি গোল করার মাইলফলক স্পর্শ করবেন। এর আগে আর কোনও আর্জেন্তাইনা তারকার দেশের জার্সি গায়ে ১০০টি গোল করেননি। তাই মেসির সামনে ফের একবার আরও এক অনন্য নজির গড়ার হাতছানি রয়েছে।


আরও পড়ুন: সিএসকের অনুশীলনেও ভর্তি গ্যালারি, ধোনি মাঠে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের