ফ্লোরিডা: গত সপ্তাহেই নতুন ক্লাবের জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার সেই ইন্টার মায়ামির (Inter Miami) অধিনায়কও নির্বাচিত হলেন আর্জেন্তাইন কিংবদন্তি। মেজর লিগ সকারে খেলা ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো (Tata Martino) ক্লাবের নতুন অধিনায়ক হিসাবে মেসির নাম ঘোষণা করে দিলেন। 


নিজের অভিষেক ম্যাচে, লিগস কাপে ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও, দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ইনজুরি টাইমে চোখধাঁধানো এক ফ্রি-কিকে দলকে ২-১ জয়ও এনে দেন তিনি। সেই ম্যাচে মেসি মাঠে নামলেই তাঁকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে দেওয়া হয়। এবার পাকাপাকিভাবে তাঁকেই দলের অধিনায়ক বেছে নেওয়া হল। 


ক্লাবের প্রাক্তন অধিনায়ক, ব্রাজিলিয়ান ফুটবলার জর্জ চোটের কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরেই রয়েছেন। তাই মেসিকেই পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল। এই বিষয়ে মার্টিনোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'গত ম্যাচেও ও মাঠে নামার পর ওকেই অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভবিষ্যতেও ওই অধিনায়কত্ব করবে।'  


মেসি নিজের প্রথম ম্যাচে শুরু থেকে খেলেননি। তবে পরের ম্যাচে তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। বুধবার লিগস কাপের পরের ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে আটালান্টা ইউনাইটেডের। সেই ম্যাচেই মেসিকে সম্ভবত প্রথম থেকে খেলতে দেখা যাবে। তবে তিনি কতক্ষণ মাঠে থাকবেন, তা তাঁর ফিটনেসের উপরই নির্ভরশীল বলে জানান মার্টিনো। তিনি বলেন, 'যতদূর সম্ভব মেসি এবং বুসি (সার্জিও বুস্কেতস) আরও বেশি সময় খেলবে। শুরু থেকেও ওদের মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই ওদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, তার উপর নির্ভরশীল। ওরা সবে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।'


প্রসঙ্গত, সদ্যই মেসি, বুস্কেতসের আরেক প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও সই করিয়েছে ইন্টার মায়ামি। গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: জঙ্গলমহলের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫৮ জন ক্রীড়াবিদকে দেওয়া হল চাকরি