বিয়ে করতে চলেছেন মেসি
Web Desk, ABP Ananda | 15 Dec 2016 06:54 PM (IST)
বার্সেলোনা: দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার বিয়ে করতে চলেছেন লিওনেল মেসি ও তাঁর বান্ধবী আন্তনেলা। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। তবে এখনও বিয়ের দিন ঠিক হয়নি। কারণ, বিয়ের জন্য সময় বার করা মেসির পক্ষে সহজ নয়। ২০১৭ সালে ক্লাব-ফুটবল মরশুমের বিরতির সময় অথবা শীতকালে বিয়ে করতে পারেন মেসি-আন্তনেলা। ২০০৭ সালে প্রথম মেসি ও আন্তনেলার সম্পর্কের কথা জানা যায়। তার অনেক আগেই অবশ্য দু জনের আলাপ হয়। আর্জেন্তিনার মডেল আন্তনেলা ২০১০ সালে পাকাপাকিভাবে বার্সেলোনায় মেসির কাছে চলে আসেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। আর্জেন্তিনাতেই তাঁদের বিয়ে হবে বলে শোনা যাচ্ছে।