প্যারিস: লিগ ওয়ানে বড় জয় পেল পিএসজি (PSG)। লিলের বিরুদ্ধে ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ফরাসি দলটি। কিন্তু ম্যাচে জয়ের থেকেও আলোচ্য বিষয় হয়ে উঠেছে ফ্রি কিক থেকে লিওনেল মেসির দুর্দান্ত গোল। নির্ধারিত সময় খেলার স্কোর ৩-৩ ছিল। সেই পরিস্থিতিতে ফাইনাল বাঁশি বাজার ঠিক আগে ফ্রি কিক থেকে বিশ্বমানের গোল করলেন আর্জেন্তাইন সুপারস্টার। এই নিয়ে কেরিয়ারের ৬১তম ফ্রি কিক থেকে গোল করলেন মেসি। 


কিছুদিন আগেই বিশ্বকাপ জিতেছেন। আর্জেন্তিনার জার্সিতে তৃতীয় অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন মেসি। পিএসজির হয়ে নির্ধারিত সময়ে গোল করেছিলেন নেমার, এমবাপ্পে। ফরাসি তারকা স্ট্রাইকার ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন। এরপর ৮৭ মিনিটের মাথায় ফের গোল করেন তিনি। অন্যদিকে ব্রাজিলীয় তারকা নেমার ১৭ মিনিটের মাথায় প্রথম গোল করে। 


 






তবে লিলে সমতা ফিরিয়ে নিয়েছিল নির্ধারিত সময়ে। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৯৫ মিনিটের মাথায় বিশ্বমানের এক গোল। ফের মেসির বাঁ পায়ে ম্যাজিক। ফ্রি কিক থেকে বল সোজা প্রতিপক্ষের জালে। সামনে ছিল অভেদ্য প্রাচীর। কিন্তু সেই মানবপ্রাচীরও কাজে আসেনি। পোস্টে লেগে বল জালে ঢুকে যায়। লিলের গোলরক্ষক লুকাস শ্যাভেলিয়েরের কিছুই করার ছিল না শুধু হাঁ হয়ে তাকিয়ে থাকা ছাড়া। মেসির জয়সূচক গোলই শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে সাহায্য করে পিএসজিকে। লিগ ওয়ানেও শীর্ষে চলে গেল ফরাসি ক্লাবটি।


হকি ডার্বি ম্যাচ ঘিরে ময়দানে ধুন্ধুমার


ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) হকি ম্যাচ ঘিরে ময়দানে ধুন্ধুমার। অশান্ত গ্যালারি, কটূক্তি, ইট ছোড়ার অভিযোগ। আজ, রবিবার ১৯ ফেব্রুয়ারি কলকাতার দুই বড় দল হকির ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়ায়।


ডার্বিতে ঝামেলা


মহামেডানের মাঠে আজ এই ডার্বি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গ্যালারি থেকে মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল কর্তাদের কটূক্তি করার অভিযোগ করা হয়। সবুজ মেরুন সমর্থকরা ইটও ছোড়েন বলেন অভিযোগ।


প্রসঙ্গত, পরের শনিবার, ২৫ ফেব্রুয়ারি ফুটবলের মাঠেও মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। দুই দলেরই এটি এবারের লিগ মরসুমের শেষ গ্রুপপর্বের ম্যাচ। ইস্টবেস্টল ইতিমধ্যেই খেতাবি দৌড় থেকেও ছিটকে গেলেও, এখনও সবুজ মেরুন সেই দৌড়ে রয়েছে। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে কোনদিনই লিগে দুই দলের অবস্থান বা ফর্ম খুব একটা বড় ভূমিকা নেয় না। তাই আসন্ন শনিবার দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় থাকবেন দুই দলের সমর্থকরা।