কলকাতা: তিনি চলে এসেছেন শহরে। তিনি অনুশীলনেও নেমে পড়েছিলেন গতকালই। কেকেআর শিবিরে যোগ দিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাস। আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা লিটনের। তার আগেই কেকেআর শিবিরের স্বস্তি বাড়িয়ে জানিয়ে দেওয়া হল যে আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে পারবেন লিটন।
বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা।'' আগামী ৪ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ পর্যন্ত কেকেআর শিবিরের সঙ্গে থাকতে পারবেন বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্য়াটার।
৯ মে থেকে ১৪ মে পর্যন্ত তিনটি ম্যাচে কলকাতা শিবির পাবে না লিটনকে। ২০ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে নাইট শিবির। সেটিই তাঁদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। এই ম্যাচে হয়ত লিটনকে পেয়ে যাবে নাইটরা।
ক্ষুব্ধ শাস্ত্রী
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছাড়েন সিএসকে-র দীপক চাহার। শাস্ত্রী বলেছেন, 'সত্যি কথা বলতে কী গত তিন চার বছরে এমন অনেকে রয়েছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে যাতে করে ইচ্ছামতো এনসিএ-তে চলে যেতে পারবে।'
এই নিয়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত পাঁচ মাসে চারবার মাঠ ছাড়তে হল চাহারকে। গত বছরের ডিসেম্বরে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিন ওভার বল করে মাঠ ছেড়েছিলেন চাহার। তারপরই তিনি এনসিএ চলে যান। বেঙ্গালুরুর যে অ্যাকাডেমিতে ক্রিকেটারেরা রিহ্যাবিলিটেশনের জন্য গিয়ে থাকেন। ২০২২ সালের বেশিরভাগ সময়ই চাহার কাটিয়েছেন এনসিএ-তে।