লন্ডন: এবারের বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়ার মতো সেরা দলগুলির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে লড়াই করেছে, তাতে খুশি লিটন দাস। তবে তিনি নিজের পারফরম্যান্সে খুশি নন। তাঁর মতে, নিজের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আরও রান করা উচিত ছিল।


গতকাল পাকিস্তানের বিরুদ্ধে লিগ পর্যায়ের শেষ ম্যাচে হেরে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ। এই ম্যাচের পর লিটন বলেছেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খারাপ হয়নি। অনেক ম্যাচেই শেষপর্যন্ত লড়াই হয়েছে। আমাদের পক্ষে অনেক ইতিবাচক দিক আছে। আমরা ভিন্ন পরিবেশে খেলতে এসে প্রমাণ করে দিয়েছি যে ম্যাচ জিততে পারি। আমরা দেখিয়ে দিয়েছি, সেরা দলগুলির বিরুদ্ধে খেলতে পারি। আমাদের পক্ষে সহজ নয় এমন পরিবেশে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেটা ইতিবাচক দিক। এর ফলে প্রমাণ হয়ে গিয়েছে, আমরা সারা বিশ্বে খেলতে পারি। এর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া উচিত।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৪ রানে অপরাজিত ছিলেন লিটন। কিন্তু বাকি ম্যাচগুলিতে তিনি বড় রান পাননি। এ বিষয়ে এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি নিজের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমি ২০ বা ৩০ রান করে আউট হয়ে গিয়েছি। কিন্তু ৫০-৬০ বা তার বেশি রান করতে পারলে সেটা দলের ফলে পার্থক্য গড়ে দিত। দলের জন্য যতটা অবদান রাখতে চেয়েছিলাম সেটা করতে না পারায় আমি হতাশ। আমি আরও ভাল খেলতে পারতাম। শাকিব (আল হাসান) খুব ভাল খেলেছে। কিন্তু আমরা ওকে সাহায্য করতে পারিনি।’