লস অ্যাঞ্জেলেস: রিও অলিম্পিকের সময় ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দায়ের করে ১০ মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে মার্কিন সাঁতারু রায়ান লকটেকে। অলিম্পিক চলাকালীন এক রাতে মত্ত অবস্থায় গেমস ভিলেজের বাইরে যান লকটে। পরে তিনি অভিযোগ করেন, তাঁর ও তিন সতীর্থকে বন্দুক দেখিয়ে ছিনতাই করেছেন পুলিশকর্মীরা। তদন্তে সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এই সাঁতারুকে সাসপেন্ড করা হল।


 

মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি এ বিষয়ে মুখ খুলতে চাইছে না। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী বছর বুদাপেস্টে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়ন থেকেও নির্বাসিত হয়েছেন অলিম্পিকে ১২টি পদক জেতা লকটে।

 

এই সাঁতারু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে একটি রিয়ালিটি শো-এ যোগ দিচ্ছেন। টেলিভিশনে এক সাক্ষাৎকারে মিথ্যা অভিযোগ করার জন্য ক্ষমা চেয়ে লকটে বলেছেন, এই অবস্থার জন্য তিনিই দায়ী।