কলকাতা: আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। শনিবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার পর, এবছর আবার অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফকে তারা দলে ফিরিয়েছেন।নিজেদের প্রাক্তন তারকা ফাস্ট বোলারকে দলে ফেরাল কলকাতা নাইট রাইডার্সও।


ফিরলেন লকি


কেকেআরে ফিরতে চলেছেন কিউয়ি তারকা ফাস্ট বোলার লকি ফার্গুসন (Lockie Ferguson)। গত মরসুমেই কেকেআর ছেড়ে গুজরাত টাইটান্সের দলে যোগ দিয়েছিলেন লকি। গুজরাতের হয়ে আইপিএল খেতাবও জিতেছেন লকি। তবে আসন্ন মরসুমের জন্য ফের তাঁকে দলে ফেরাল কেকেআর। তাঁর সঙ্গে আরেক গুজরাত তারকা রহমানুল্লাহ গুরবাজও (Rahmanullah Gurbaz) কেকেআরে যোগ দিতে চলেছেন। দুই তারকাকেই ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে চলেছে কেকেআর। 


গত মরসুমে গুজরাতের হয়ে ১৩টি ম্যাচ খেলেন লকি। ১২টি উইকেট নিয়েছিলেন কিউয়ি তারকা। অপরদিকে, জেসন রয় টুর্নামেন্ট থেকে নিজের নাম সরিয়ে নেওয়ায় গুরবাজকে পরিবর্ত হিসাবে দলে নেয় গুজরাত। তবে তিনি আইপিএল চ্যাম্পিয়নদের হয়ে একটিও ম্যাচ খেলেননি। এবার দুই তারকাকেই কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে।


 





 


পোলার্ডকে ছাড়ছে মুম্বই 


গত আইপিএলে মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ডকে (Kieron Pollard) তাই ছেড়ে দিতে পারে রোহিত শর্মার (Rohit Sharma) দল। ২০২৩ সালের আইপিএলের আগে ১৫ নভেম্বরের মধ্যে ক্রিকেটারদের রিটেনশন তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে। শোনা যাচ্ছে, সেই তালিকা তৈরি করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পোলার্ডকে সেই তালিকায় রাখা হয়নি। ২০১০ সাল থেকে টানা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছে পোলার্ডকে। বল ও ব্যাট হাতে অনেক ম্যাচে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। শোনা যাচ্ছে, ফ্যাবিয়েন অ্যালেন ও টাইমাল মিলসকেও ছেড়ে দিতে পারে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।


শনিবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফকে দলে নেওয়া হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন তিনি। তবে এর আগেও মুম্বইয়ের হয়ে খেলেছেন অজি পেসার। ২০১৮ ও ২০১৯, পরপর দুই মরসুম মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে।


আরও পড়ুন: দুর্ঘটনার শিকার ম্যাক্সওয়েল, বাগানে পিছলে পড়ে ভাঙলেন পা