নয়াদিল্লি: মঙ্গলবার বিসিসিআই-এর শীর্ষকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত রাখার আবেদন খারিজ করে দিলেন বিচারপতি লোঢা। বোর্ডের আইনজীবী মার্কণ্ডেয় কাটজু লোঢা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের পরামর্শ দিয়েছেন। এরপরেই বোর্ড সচিব অজয় শিরকে চিঠি দিয়ে মঙ্গলবারের বৈঠক স্থগিত রাখার অনুরোধ জানান। কিন্তু লোঢা কমিটি সেই অনুরোধ মানতে রাজি নয়। ফলে মঙ্গলবার বেলা ১১ টায় বৈঠকে হাজির না হলে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর এবং শিরকে আদালত অবমাননার দায়ে পড়বেন।

 

বোর্ডের এক কর্তা বলেছেন, গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও বিচারপতি এফএমআই খলিফুল্লাহের বেঞ্চ বিসিসিআই-এর সংস্কার নিয়ে যে রায় দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ পাওয়ার লক্ষ্যেই মঙ্গলবারের বৈঠক পিছিয়ে দেওয়ার কৌশল নিয়েছিল বোর্ড। কিন্তু বিচারপতি লোঢা বৈঠক পিছিয়ে দিতে রাজি না হওয়ায় চাপে পড়ে গেল বোর্ড। এখন যা পরিস্থিতি, তাতে আদালতের স্থগিতাদেশ পাওয়ার মতো সময় বোর্ডের হাতে নেই। ফলে মঙ্গলবার বৈঠকে হাজির হতেই হবে সভাপতি ও সচিবকে।