লন্ডন: কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সচিন তেন্ডুলকরের টেস্টে ১০ হাজার রানের রেকর্ড ভেঙে দিয়েছেন সম্প্রতি। কিন্তু অ্যালিয়েস্টার কুক বলছেন, সচিন ‘অসামান্য প্রতিভাধর জিনিয়াস’, মানছেন, তাঁর কাছে তিনি কিছুই নন।


 

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক, ৩১ বছর বয়সি এই বাঁ-হাতি ওপেনার গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডারহামের টেস্ট ম্যাচে সচিনের কীর্তি ছাপিয়ে গিয়েছেন। টেস্টটি ইংল্যান্ড ৯ উইকেটে জিতেছে। পাশাপাশি সচিন যে বয়সে ১০ হাজারে পৌঁছন, তার ৫ মাসেরও বেশি কম বয়সে সেই মাইলস্টোন স্পর্শ করেন কুক। তিনি বিশ্ব ক্রিকেটের ১২-তম ক্রিকেটার, যিনি ১০ হাজার রানের অধিকারী। বর্তমানে কুকের রান ১২৮ টেস্টে ১০০৪২। কিন্তু সচিনের ২০০ ম্যাচের রেকর্ড ১৫৯২১ রান ছুঁতে তাঁকে এখনও প্রায় ৬ হাজার রান করতে হবে। কুক বলেছেন, ৬ হাজার রান এখনও অনেক দূর। এক অবিশ্বাস্য প্রতিভাধর জিনিয়াসের খাড়া করা কীর্তি। আমি জিনিয়াস নই। তেন্ডুলকর তা-ই। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের প্রাক্কালে এই উপলব্ধি জানিয়েছেন তিনি।

 

কুক বলেছেন, যতদিন পারি, ইংল্যান্ডের হয়ে খেলে যেতে চাই। বর্তমানে খেলাটা বেশ উপভোগ করছি। আমি সত্যিই উদ্ধুদ্ধ বোধ করছি, ভিতরে খিদে রয়েছে। জানি না, কোথাও গিয়ে ঠেকব।

গত সপ্তাহেই টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রানের রেকর্ড গড়া কিংবদন্তী সুনীল গাওস্কর বলেছেন, একে বয়স কম, তার ওপর ইংল্যান্ড অন্য দেশগুলির তুলনায় বেশি টেস্ট খেলে, ফলে টেস্টে নতুন রানের কীর্তি স্থাপন করতে পারেন কুক। যদিও পরিসংখ্যান বলছে, কুককে সচিনের পাশে নিজের জায়গা পাকা করতে এখনও বহু দূর যেতে হবে। সচিন ৫১টি টেস্ট শতরান করেছেন, গড় প্রায় ৫৪, সেখানে কুকের টেস্ট শতরান ২৮টি। গড় ৪৭।