লন্ডন: ১০ বছর আগে একটি বিতর্কিত রান আউটের ঘটনায় শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা ও কিংবদন্তী স্পিনার মুরলীধরনের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম।
গত সোমবার এমসিসি স্পিরিট অফ ক্রিকেট কাউড্রি লেকচার দিতে গিয়ে ম্যাকুলাম ২০০৬-র ডিসেম্বরের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন। তিনি বলেছেন, ১০ বছর আগে মুরলী ওইভাবে রান আউট করার ঘটনাটি এখন আমি আলাদাভাবে ভাবি। আমি মনে করি, ওই কাজটা না করলেই পারতাম। সঙ্গাকারা এখানে রয়েছে। সঙ্গা, আমি তোমাকে শ্রদ্ধা করি। তোমাকে বন্ধু বলে মনে করি। আর সেদিনের সেই কাজের জন্য আজকের দিনটায় তোমার ও মুরলীর কাছে ক্ষমা চাইছি।
উল্লেখ্য, ১০ বছর আগে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওই ঘটনা ঘটেছিল। ম্যাকুলাম বিতর্কিতভাবে রান আউট করেছিলেন মুরলীকে।
ওই টেস্টে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ১৫৪ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাল্টা কিউই ইনিংসে মুরলীর নেতৃত্বে আঘাত হানে শ্রীলঙ্কার বোলারারা। মুরলী ৪ উইকেট নেন। চামিন্ডা ভাস ৩ উইকেট দখল করেন। শ্রীলঙ্কা বোলারদের দাপটে মাত্র ৫২ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।
সঙ্গাকারার দুরন্ত সেঞ্চুরি স্বত্ত্বেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার স্কোর তখন ৯ উইকেটে ১৬৯। ৯৯ রানে অপরাজিত সঙ্গাকারা। সঙ্গা ডিপ ফাইন লেগে বল পাঠিয়ে সহজে এক রান সংগ্রহ করে তাঁর শতরান পূর্ণ করেন। রান পূর্ণ করে মুরলী বল ডেড হওয়ার অপেক্ষা না করেই সঙ্গাকে শতরানের জন্য অভিনন্দন জানাতে ক্রিজের বাইরে বের হওয়ামাত্র উইকেটরক্ষক ম্যাকুলাম স্ট্যাম্পের বেল ফেলে দেন। আম্পায়ার মুরলীকে আউট ঘোষণা করেন।
ওই ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়।
দেখুন সেই ঘটনার ভিডিও-