কলকাতা : দুপুর একটা হোক বা সন্ধে ৬টা বা রাত ৮টার খেলা। নাগাল্যান্ড স্টেট লটারির খেলায় ফলাফলের দিকে চোখ রাখেন না এমন লটারি প্রিয় গ্রাহক খুব কমই আছেন। কোটি টাকা জিতে কে হলেন ভাগ্যবান , বা অন্যান্য পুরস্কারের তালিকায় নিজের কাটা টিকিটটির নম্বর রয়েছে কি না, তা একেবারে দেখে নিতে পারবেন এখানে। 


মোট পাঁচটি পুরস্কার রয়েছে ৬টা মূল্যের ডিয়ার লটারির (  Nagaland State Lottery result) খেলায়। প্রথম পুরস্কার একেবারে কোটিপতি করে দেবে আপনাকে। একই টিকিটের দামে দ্বিতীয় পুরস্কার ৯ হাজার টাকা মূল্যের। তৃতীয় পুরস্কারজয়ী পাবেন সাড়ে ৪৫০ টাকা। চতুর্থ পুরস্কারের দাম ২৫০ টাকার। রয়েছে পঞ্চম পুরস্কারও। তবে তার পুরস্কারমূল্য একটু কম । ১২০ টাকা করে টিকিট পিছু। কেউ যদি সেম টিকিট কাটেন এবং জয়লাভ করে আলাদা সিরিজের সেই নম্বরগুলি, তবে তো সোনায় সোহাগা। পুরস্কারমূল্য গুণিতকহারে বৃদ্ধি পাবে। 


প্রতিদিন তিনবার খেলা হয় লটারির। প্রথম খেলা দুপুর ১টার সময়। দ্বিতীয় খেলা হয় সন্ধে ৬টায়। এছাড়াও রাত ৮টার সময় আরেকবার খেলা হয় লটারির। প্রতিবারই আলাদা আলাদা কোটিপতি হবার সুযোগ। ভাগ্য যাচাইয়ে রোজ লটারির টিকিট কাটেন অনেকে। কেউ হাসিমুখে টিকিটের জয়ী নম্বর তালিকায় নিজের কেনা টিকিটটির নম্বরটি দেখতে পান। কেউ আশাহত হয়ে ফের প্রত্যাশার দিন গুনতে থাকেন। আবার টিকিট কাটেন। যদি পুরস্কারের শিকে ছেঁড়ে।


দেখে নেওয়া যাক সোমবার ৮ জুলাইয়ের ডিয়ার লটারির রেজ়াল্ট 


 দুপুর ১টার খেলা : এক কোটি টাকার পুরস্কার জিতেছে এই নম্বরটি । 67K 06582 ।


 সন্ধে ৬টার খেলা : এক কোটি টাকার পুরস্কার জিতেছে এই নম্বরটি । 86J 59750 ।


 রাত ৮টার খেলা : এক কোটি টাকার পুরস্কার জিতেছে এই নম্বরটি । 40G 85288 । টিকিটটির বিক্রেতা - বরানগরের।


কেউ প্রথম পুরস্কারের এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে নির্দিষ্ট মূল্য তার অ্যাকাউন্টে আসে। আর বিক্রেতা ? ৫ লাখ টাকার আর্থিক মূল্য বরাদ্দ থাকে প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিটটির বিক্রেতার জন্য়। 


মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যজ্ঞাপনের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, লটারিতে বিনিয়োগ করা ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগকারী হিসেবে লটারিতে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা ঝুঁকি বুঝে পা ফেলুন। ABPLive.com কখনও লটারিতে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। কোনও লটারির টিকিট কেনার পরামর্শও দেওয়া হয় না। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ফলাফল যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।