স্বপ্ন দেখো, স্বপ্ন নিয়ে বাঁচো, অ্যাথলিটদের বার্তা বিরাটের
Web Desk, ABP Ananda | 17 Feb 2017 08:57 PM (IST)
মুম্বই: অ্যাথলিটদের পাশে দাঁড়ালেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অ্যাথলিটদের উদ্দেশে তাঁর বার্তা, ‘তোমরা যদি বিশ্বাস রাখো, তাহলে যে কোনও সাফল্য অর্জন করতে পারো। আমি এই স্লোগান নিয়েই বাঁচি। এর ফলে সাফল্যের কোনও সীমা থাকে না। তোমাদের সঙ্গেও সেটাই হতে পারে। তোমরা যদি নিজেদের বোঝাতে পারো, তাহলে যে কোনও সাফল্য অর্জন করতে পারো।’ ভারতের অন্যতম সেরা দুই মহিলা কুস্তিগীর ববিতা ও গীতা ফোগতেরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, এই দুই বোনের জন্য সারা দেশ গর্বিত।