চেন্নাই: আইপিএলের প্রথম এলিমিনেটরে আজ লখনউয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু ব্যাট হাতে শুরু থেকে মুম্বইয়ের ২ ওপেনারই এদিন ব্যর্থ হন। তবে গ্রিন, সূর্যকুমার ও তিলক ভার্মার গুরত্বপূর্ণ ছোট ছোট ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৮২ রান বোর্ডে তুলে নেয় মুম্বই শিবির। বল হাতে এদিন লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নবীন উল হক।
আগের ম্যাচে রোহিত শর্মা সানরাইজার্সের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এদিনও শুরুটা দারুণ করেছিলেন হিটম্য়ান। কিন্তু নবীন উল হকের প্রথম শিকার হন তিনি। কিন্তু এদিন ১১ রান করেই ফেরেন রোহিত। ১৫ রান করে আউট হন ঈশান কিষাণও। ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ছিলেন গ্রিন। এদিনও সেখান থেকেই যেন শুরু করেছিলেন। তিনি ২৩ বলে ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান অজি তারকা। সূর্যকুমার ২০ বলে ৩৩ রান করে নবীন উল হকের বলে আউট হন। তিনিও ২টো বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। ঈশান কিষাণ ছাড়া বাকি তিনজনের উইকেট নেন নবীনই। টিম ডেভিড ১৩ বলে ১৩ করে আউট হন।
লোয়ার অর্ডারে তিলক ভার্মা ও নেহাল ওয়াধেরা মিলে এরপর পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। তিলক ২২ বলে ২৬ রান করেন দুটো ছক্কার সাহায্যে। নেহাল ১২ বলে ২৩ রান করেন ২টো বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৮২ রান তুলে নেয় মুম্বই।
লখনউয়ের বোলারদের মধ্যে নবীন ছাড়া যশ ঠাকুর ৩ উইকেট নেন। ১ উইকেট নেন মহসিন খান।
চেন্নাইয়ের সাফল্যের মন্ত্র কী?
গতবার যে দল পয়েন্ট টেবিলে কার্যত তলানিতে ছিল, কোন মন্ত্রে সেই সিএসকে এবার মাঠে ফুল ফোটাচ্ছে? কারণ ব্যাখ্যা করেছেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে রুতুরাজ জানিয়েছেন, আইপিএল শুরুর আগে চিপকের প্রাক মরসুম প্রস্তুতি শিবিরেই লুকিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংসের সাফল্যের বীজ।
রুতুরাজ বলেছেন, 'প্রস্তুতি শিবিরটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ, চেন্নাইয়ে নতুন পিচ প্রস্তুত করা হয়েছিল। কেউই বুঝতে পারছিল না উইকেট কীরকম আচরণ করবে। কখনও কখনও পাটা পিচে খেললে শট নির্বাচন বা প্রতিপক্ষ দলকে নিয়ে খুব বেশি ভাবনাচিন্তা না করলেও চলে।' যোগ করেন, 'চেন্নাইয়ে পরিস্থিতি আলাদা। পিচ অনুযায়ী খেলা পাল্টাতে হয়। নির্দিষ্ট দিনে পিচ কেমন আচরণ করছে, সেই অনুযায়ী খেলার ধরন পাল্টাতে হয়। এখানকার পিচ কখনও ব্যাটিং সহায়ক হয়, কখনও আবার মন্থর। প্রাক মরসুম প্রস্তুতি শিবির আমাকে এবং দলের সকলকে খুব সাহায্য় করেছে। তুষার (দেশপাণ্ডে) যেমন প্রথম দিন থেকে প্রস্তুতি শিবিরে ছিল। সব তরুণরা ছিল।'