লখনউ: আজ আইপিএলে (IPL 2023) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। লখনউ আপাতত তিন ম্যাচ জিতে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। নিজেদের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় শেষ বলে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ। এই ম্যাচে পাঞ্জাবকে হারালেই নির্ধারিতভাবে নবাবদের শহরের দল লিগ তালিকায় এক নম্বরে পৌঁছে যাবে। অপরদিকে, পাঞ্জাব গত ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে চরম হতাশাজনক পারফর্ম করেছিল। সেই হারের হতাশা দূর করে শিখর ধবনার কি পারবেন জয়ের সরণীতে ফিরতে? না লখনউই নাগাড়ে তিন ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছবে? সেটাই দেখার বিষয়।


কবে খেলা


আজ ১৫ এপ্রিল, শনিবার লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসেরএকে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে একানা স্টেডিয়াম, লখনউ


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায়


কোথায় দেখবেন?


টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে আইপিএলের ম্যাচটি


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখাবে লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংসের এই ম্যাচটি


পিচ রিপোর্ট


লখনউয়ে প্রথম ম্যাচের পিচের চরিত্র এবং দ্বিতীয় ম্যাচের পিচের চরিত্র সম্পূর্ণ ভিন্ন ছিল। গত ম্যাচে সানরাইজার্স মন্থর, শুষ্ক পিচে আট উইকেটের বিনিময়ে ১২১ রানের বেশি তুলতে পারেনি। জবাবে ১৬ ওভারে ম্যাচ জিতে নেয় লখনউ। আজও সম্ভবত পিচের চরিত্র একইরকম থাকতে চলেছে। গত ম্যাচের মতো আজও স্পিনাররা পিচ থেকে অনেকটাই মদত পাবেন বলে আশা করা যায়। সেই কারণেই দুই দলের মধ্যে যে দল বেশি ভাল স্পিন খেলবে, সেই দলই এই ম্যাচ জিততে পারে বলে বিশেষজ্ঞদের ধারনা। 


 






 


নজরে দুই অধিনায়ক


ম্যাচে বিশেষ নজর থাকবে দুই দলের অধিনায়ক শিখর ধবন ও কেএল রাহুলের দিকে। রাহুল এখনও পর্যন্ত এ বারের মরসুমে নিজের সেরা ছন্দে খেলতে পারেননি। অপরদিকে, টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপ-র শীর্ষে থাকা শিখর ধবন সানরাইজার্সের বিরুদ্ধে এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। অপরাজিত ছিলেন ৯৯ রানে। তিনি অবশ্য গত ম্যাচে রান পাননি। লখনউয়ের বিরুদ্ধে ধবনের দিকে তাই নজর রাখতেই হচ্ছে।


আরও পড়ুন: আরসিবি শিবিরে যোগ দিয়েছেন হ্যাজেলউড, দিল্লির বিরুদ্ধে খেলবেন তিনি? কোথায়, কখন দেখবেন ম্যাচটি?