নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বর্তমানে জম্মু ও কাশ্মীরে তাঁর সামরিক কর্তব্য পালনে ব্যস্ত। এরইমধ্যে নিজের রেজিমেন্টের সঙ্গে তাঁর ভলিবল খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আসলে ব্যাটেলিয়নে যোগ দেওয়ার পর থেকেই সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনির ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। এবার ধোনিকে জওয়ানদের সামনে বলিউডের জনপ্রিয় ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’ গান গাইতে দেখা গেল। ‘কভি কভি’ সিনেমার এই গান।



গত ৩০ জুলাই থেকে তাঁর ব্যাটেলিয়নের সঙ্গে রয়েছেন ধোনি। তিনি টহলদারি ও প্রহরার দায়িত্ব পালন করছেন। ১৫ আগস্ট পর্যন্ত তিনি ১০৬ টিএ ব্যাটেলিয়নের সঙ্গে থাকবেন।

ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সামরিক কর্তব্য পালনের জন্য  দুইমাস ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। এজন্য ভারতীয় দলের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরকারী দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।