Redmi Note 12 5G: রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) ফোন চলতি বছরের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল। সেই সময় দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। তবে এবার লঞ্চ হয়েছে একটি নতুন ভ্যারিয়েন্টে। রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন মডেলে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আগামী ৬ এপ্রিল থেকে রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং অফিসিয়াল MI store ও বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং মিস্টিক ব্লু রঙে রেডমি নোট ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল। 


এর আগে রেডমি নোট ১২ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই ভ্যারিয়েন্টের দাম ছিল যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। ভারতে রেডমি নোট ১২ ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি এই দুই ফোনও। এরপরে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ফোনের ৪জি ভ্যারিয়েন্টও। আর তারপরেই রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতে রেডমি নোট ১২ ৪জি ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে রেডমি ১২সি ফোনও।  এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। 


অন্যদিকে রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ৪জি ফোন। ৬ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন এবং অফিশিয়াল mi.com ওয়েবসাইট ও বিভিন্ন রিটেল স্টোর থেকে। শাওমি এই ফোনের দামে ১০০০ টাকা ছাড় দিচ্ছে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও শাওমি সংস্থা এই ফোনের দামে loyalty discount হিসেবে ১৫০০ টাকা ছাড় দিচ্ছে। 


আরও পড়ুন- নিখরচায় খানাপিনা বন্ধ, নিয়োগপ্রক্রিয়াতেও রাশ, খরচ কমাতে সুযোগ-সুবিধা কাটছাঁটের পথে গুগল