চট্টগ্রাম: অফস্পিনার নাথান লায়নের দাপটে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে শেষ করে দিলেন লায়ন। তিনিই ম্যাচের সেরা। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
লাযনের দাপটে এই ম্যাচের শুরু থেকেই সমস্যায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম (৬৮) ও সাব্বির রহমানের (৬৬) লড়াইয়ের সুবাদে ৩০৫ রান করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৩৭৭ রান করে অস্ট্রেলিয়া। শতরান করেন ডেভিড ওয়ার্নার (১২৩)। পিটার হ্যান্ডসকম্ব (৮২) ও স্টিভ স্মিথও (৫৮) ভাল ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর সহজ জয় পেতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।
লায়নের ১৩ উইকেট, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
07 Sep 2017 05:43 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -