দুবাই: ২ বছরের ব্যবধান। ২০১৯ সালে ইংল্য়ান্ড ও ২০২১ সালে দুবাই। একেবারে ভিন্ন মেরু। ভিন্ন আবহ। ফলাফলও ভিন্ন। ২ বছর আগে বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হারের পর ম্যাঞ্চেস্টারের রাস্তায় কেঁদে ফেলেছিলেন এক তরুণ পাক সমর্থক। সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতকে ১০ উইকেটে হারানোর পর সেই পাক সমর্থকের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বাবর-রিজওয়ানরা সবাই মাঠ ছাড়ার পর আচমকা দৌড়ে আসেন সেই যুবক। দেশ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছে। তার ওপর আবার ভারতের বিরুদ্ধে জয়। আনন্দে আত্মহারা যুবক মাঠের ঘাস ছুয়ে অনুভব করার চেষ্টা করছিলেন। 



রেকর্ডটা ছিল ১২-০। ওয়ান ডে বিশ্বকাপে ৭-০ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫-০। রবিবার ডাক দেওয়া হয়েছিল ১৩-০ করার। কিন্তু পারলেন না বিরাট কোহলিরা। বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের ধাক্কায় চুরমার হয়ে গেল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে শাপমোচন ঘটাল পাকিস্তান।


ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল পাকিস্তান। ১৭.৫ ওভারে জয়ের রান তুলে নিল পাকিস্তান। এবং কোনও উইকেট না হারিয়ে। এই প্রথম কোনও টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে হারল ভারত। পাক অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন। ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করলেন মহম্মদ রিজওয়ান।


ভারতকে হারানোর পর ড্রেসিংরুমে পাক অধিনায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পাকিস্তান ক্রিকেটের ট্যুইটারেও সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে বাবর আজম সতীর্থদের উদ্দেশে বলছেন, 'এখনই আমাদের রিল্যাক্স করার কোনও জায়গা নেই। ভারতের বিরুদ্ধে ম্যাচ অতীত। ওটা ভুলে যেতে হবে। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। সেটাই মাথায় রাখতে হবে। মজা, আনন্দ সব হবে, কিন্তু ভুললে হবে না যে মাঠে নামার পর নিজেদের লক্ষ্যে স্থির থাকতে হবে।'