কলকাতা: সর্বসম্মতিক্রমে পরবর্তী বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘সর্বসম্মতিক্রমে বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন জানাই। আপনার জন্য শুভেচ্ছা রইল। আপনি ভারত ও বাংলাকে গর্বিত করেছেন। সিএবি সভাপতি হিসেবে আপনার জন্য আমরা গর্বিত ছিলাম। নতুন ইনিংসের দিকে তাকিয়ে আছি।’
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ বেশ কিছুদিন ধরেই ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত। রাজ্য সংস্থার গণ্ডি ছাড়িয়ে তিনি এবার জাতীয় ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে দায়িত্বভার নিতে চলেছেন। সৌরভই প্রথম কোনও প্রাক্তন অধিনায়ক, যিনি বোর্ডের সর্বোচ্চ পদে বসবেন। মুম্বই জয়ের পর আগামীকাল কলকাতায় ফেরার কথা তাঁর। ২৩ তারিখ তিনি নয়া দায়িত্ব গ্রহণ করবেন।