নয়াদিল্লি: ২০১০ কমনওয়েলথ গেমসের ফাইনালের আগে মহাবীর সিংহ ফোগতকে হোটেলের ঘরে আটকে রাখা হয়নি। যদিও তাঁকে রিংয়ের কাছে যেতে দেওয়া হয়নি। দর্শকাসনে বসেই সেই লড়াই দেখতে হয়েছিল মহাবীরকে। এমনই জানালেন কুস্তিগীর গীতা ফোগত। যিনি সেবার কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।


আমির খানের ছবি দঙ্গলে গীতার কোচ পিআর সোন্ধিকে খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। তাঁর নির্দেশেই ফাইনালের আগে মহাবীরকে হোটেলের ঘরে আটকে রাখা হয়েছিল বলে দেখানো হয়েছে ছবিতে। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়েছেন সোন্ধি। তিনি আমিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। গীতা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে তিনি বুঝিয়ে দিয়েছেন, দঙ্গলে গোটা ঘটনাটা তুলে ধরা হয়নি।

গীতার বক্তব্য, লড়াইয়ের সময় বাবা পাশে থাকলে তাঁর পারফরম্যান্স ভাল হয়। কিন্তু কমনওয়েলথ গেমস ফাইনালে মহাবীরকে তাঁর পাশে থাকতে দেওয়া হয়নি। সেই সময় তিনি ম্যাচ নিয়েই ভাবছিলেন। হাতে বেশি সময়ও ছিল না। তাই মহাবীরকে দর্শকাসনে পাঠিয়ে দেওয়া হলেও, তাঁর পক্ষে কিছু করা সম্ভব হয়নি।

২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন গীতা। তার ৬ বছর পরে দঙ্গলের মাধ্যমে সারা দেশের মানুষ সে কথা জানতে পেরেছেন। দেরিতে হলেও, তাঁদের লড়াইয়ের কথা যে সবাই জানতে পেরেছেন, সেটা ভাল লাগছে এই কুস্তিগীরের। তিনি দঙ্গলের দরাজ প্রশংসা করছেন।