রাঁচি: এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি মনে আছে? মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বায়োপিক। রাঁচির মেকন কলোনির ঘুপচি কোয়ার্টার থেকে ধোনির স্বপ্নের উড়ানের বৃত্তান্ত। কীভাবে স্কুল দলের গোলকিপার হয়ে উঠলেন ক্রিকেট মাঠের কিংবদন্তি, সেই কাহিনিই তুলে ধরা হয়েছে রুপোলি পর্দায়।


কিন্তু সিনেমার গল্প মনে করুন, সেখানে দেখানো হয়েছে ধোনিরা দুই সন্তান। দিদির সঙ্গেই ধোনির স্কুল জীবন, খুনসুটি, বেড়ে ওঠা দেখানো হয়েছে। বড় অবস্থাতে ধোনির ভূমিকায় সুশান্ত সিংহ রাজপুত। তাঁর দিদির ভূমিকায় ভূমিকা চাওলা।


কিন্তু জানেন কি, ধোনির এক দাদাও রয়েছেন? জাঠতুতো বা খুড়তুতো নন, মামা বা মাসীর ছেলেও নন। ধোনির নিজের দাদা। নরেন্দ্র সিংহ ধোনি।


অধিকাংশ মানুষই যাঁর কথা জানেন না। আশ্চর্যজনক হলেও সত্যি যে, ধোনি নিজমুখে কখনও দাদার কথা বলেননি। তাঁর জীবন নিয়ে তৈরি সিনেমায় দাদার উল্লেখ পর্যন্ত নেই! কিন্তু কেন?


অনেকে বলেন, দাদা নরেন্দ্রর সঙ্গে ধোনির কথা তো দূরস্থান, মুখ দেখাদেখিও কার্যত বন্ধ। বলা হয়, নরেন্দ্র কার্যত ত্যাজ্যপুত্র। পরিবারের কারও সঙ্গেই সেভাবে যোগাযোগ নেই। কেউ কেউ এও বলেন যে, আর্থিক প্রতারণা করেছিলেন নরেন্দ্র। এবং সেটাও খোদ ধোনির সঙ্গে। যে কারণে তাঁর সঙ্গে কেনওরকম যোগাযোগই রাখেন না ধোনি। তিক্ততা এতটাই যে, সিনেমায় দাদার অস্তিত্ব পর্যন্ত স্বীকার করা হয়নি।


ধোনির চেয়ে ১০ বছরের বড় নরেন্দ্র। তিনি রাজনীতিতে সক্রিয়। ২০১৩ সালে সমাজবাদী পার্টিতে যোগ দেন। তার আগে বিজেপি করতেন। রাঁচিতেই থাকেন। ২০০৭ সালে তাঁর বিয়ে হয়। এক পুত্র ও এক কন্যাসন্তান আছে তাঁর। স্কুলে খেলাধুলোতেও বেশ নাম ছিল তাঁর। খেলেছেন জাতীয় স্তরেও।


সিনেমায় কেন তাঁকে দেখানো হয়নি? নরেন্দ্র নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'শৈশবে হোক বা কিশোর বয়সে, বা তার পরে তরুণ বয়সে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চালানোর সময় বা বিখ্যাত হওয়ার পরেও, মাহির জীবনে আমার কোনও অবদান নেই, সেই কারণে হয়তো রাখা হয়নি। সিনেমাটা মাহিকে নিয়ে, ওর পরিবারকে নিয়ে নয়।'


নরেন্দ্র আরও বলেছিলেন, 'আমি ওর চেয়ে ১০ বছরের বড়। ও যখন ক্রিকেট খেলতে শুরু করে, আমি ততদিনে জেভিএম শ্যামলী স্কুল থেকে বেরিয়ে গিয়েছি এবং ১৯৯১ সাল থেকে আমি বাড়ির বাইরে। আলমোরার কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতাম। সেখানে উচ্চশিক্ষার পর রাঁচিতে ফিরি। আমাকে সিনেমায় দেখানো কঠিন হতো।'





আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial