রাঁচি: আজ, ৭ জুলাই। প্রত্যেক ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ দিন। কারণ, এদিন মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জন্মদিন। ৪২ সম্পূর্ণ করলেন ধোনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অথচ জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। বরং উত্তরোত্তর তা বেড়েই চলেছে।


এখনও তাঁকে এক ঝলক দেখার জন্য বিশ্বের তামাম ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করে বসে থাকেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এখনও খেলে চলেছেন এমএসডি। হলুদ জার্সিতে তিনি এবারের আইপিএলেও দলকে চ্যাম্পিয়ন করেছেন। 


বিশ্বক্রিকেটের একমাত্র অধিনায়ক, যাঁর দখলে আইসিসি পরিচালিত তিনটি সীমিত ওভারের টুর্নামেন্টেরই ট্রফি রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। পাশাপাশি তাঁর নেতৃত্বে টেস্টে বিশ্বের এক নম্বর দল হয়েছিল ভারত। তবে এত খ্যাতি সত্ত্বেও ধোনি বরাবর নিজেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। 


ট্যুইটারে ৮৬ লক্ষ ফলোয়ার। অথচ ধোনি শেষ ট্যুইট করেছেন ২০২১ সালে। ইনস্টাগ্রামে ফলোয়ার ৪ কোটি ৩৮ লক্ষ। কিন্তু সচরাচর পোস্ট করেন না। গত ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রামে শেষ একটি ভিডিও পোস্ট করেছেন।


১৯৮১ সালের ৭ জুলাই রাঁচিতে জন্ম ধোনির। বাবা পান সিংহ। মা দেবকী দেবী। দিদি জয়ন্তী গুপ্ত। ভাই নরেন্দ্র সিংহ ধোনি।


২০১০ সালে সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে বিয়ে হয় ধোনির। ২০১৫ সালে কন্যাসন্তান জীভার জন্ম। জীভা ও সাক্ষীকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল আগ্রহ। তবে ধোনি খেলা না থাকলে খুব একটা প্রকাশ্যে আসেন না। 


২০১৬ সালে ধোনির জীবন নিয়ে তৈরি হয় বায়োপিক, এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি। যেখানে ধোনির ভূমিকায় ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। 


ধোনি পশুপ্রেমীও। চারটি সারমেয় আছে তাঁর। বেলজিয়াম ম্যালিনোয়িসের নাম স্যাম। দুটি সাদা হাস্কি লিলি ও গব্বর। ডাচ শেফার্ডটির নাম জোয়া। হানি নামের একটি টিয়াপাখিও রয়েছে তাঁর। রাঁচির খামারবাড়িতে রয়েছে একটি ঘোড়াও। যার নাম চেতক।


রাঁচির রিং রোডের ধারে খামারবাড়িতে গাড়ি ও বাইকের আলাদা গ্যারাজ রয়েছে ধোনির। সেখানে দেশি বিদেশি নানা গাড়ি শোভা পায়। বরাবরই বাইকপ্রেমী ধোনি। প্রথম উপার্জনের টাকায় কেনা বাইকটি এখনও সযত্নে রেখেছেন তিনি। 


আইপিএলের পরই হাঁটুর অস্ত্রোপচার করা হয় ধোনির। আপাতত তাঁর রিহ্যাব চলছে। আগামী আইপিএলে তাঁকে ফের মাঠে দেখার অপেক্ষায় ভক্ত ও অনুরাগীরা।


আরও পড়ুন: 'বিশেষ কিছু ঘোষণা করতে চলেছি...', জন্মদিনের আগেই অনুরাগীদের জন্য বার্তা সৌরভের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial