নয়াদিল্লি: ক্রিকেটের সব ধরনের বিভাগে নতুন নতুন দৃষ্টান্ত গড়ে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি- তা উইকেটের পিছনে গ্লাভস হাতেই হোক বা দুর্দান্ত ভাবে ম্যাচ শেষ করা বা রানিং বিট্যুইন দ্য উইকেটস। এই ধারায় এখনই ছেদ পড়বে, এমন আশঙ্কারও কোনও কারণ নেই। পারফেকশনের প্রতীক হিসেবে নিজেকে মেলে ধরেছেন ভারতের প্রাক্তন দলনায়ক। বলাই যেতে পারে, বয়স থাবা বসাতে পারেনি তাঁর দক্ষতায়।৩৬ বছর বয়সেও একের পর এক নজির ভাঙছেন ও গড়ছেন তিনি। ভারতের ক্রিকেট মহলে এখন ইয়ো ইয়ো টেস্ট বেশ আলোড়ন ফেলেছে। ফিটনেসের মাপকাঠি হিসেবে ভারতের ফিটনেস ও কন্ডিশনিং কোচ শঙ্কর বাসুর এই উদ্ভাবনের সঙ্গে তাল মেলাতে প্লেয়ারদের এখন আরও বেশি জিমে ও অনুশীলন করতে দেখা যাচ্ছে। কিন্তু মাহিকে নতুন করে কিছু করতে দেখা যাচ্ছে না। তবুও তিনি দলের মধ্যে দ্রুততম ও সবচেয়ে ফিট ক্রিকেটারদের মধ্যে অন্যতম।
ব্যাটিংয়ের সময় দুই উইকেটের মধ্যে তাঁর দৌড় দেখিয়ে দেয় কতটা দ্রুত তিনি। এক রানকে দুই রান বা দুই রানকে তিন রানে পরিণত করতে সহ ব্যাটসম্যানকেই অনুপ্রাণিত করেন তিনি। সেইসঙ্গে বিরুদ্ধ দলের ফিল্ডারদেরও চাপে ফেলে দেন। অনেকেরই প্রশ্ন, ধোনি কত দ্রুত দৌড়তে পারেন। অবশেষে তার উত্তর মিলল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে গুয়াহাটিতে ধোনি দেখালেন বয়স একটা সংখ্যা মাত্র। রান নেওয়ার সময় তাঁর দৌড়ের গতি উঠল প্রতিঘন্টায় ৩১ কিলোমিটার। বোর্ডের অফিসিয়াল সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের একটি ভিডিও বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রান নিতে গিয়ে যেখানে ধোনির সর্বোচ্চ গতি উঠল প্রতি ঘন্টায় ৩১ কিমি-তে, সেখানে তাঁর সঙ্গী কেদার যাদবের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ২৫ কিমি।