নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ক্রিকেট মাঠে তাঁর প্রতিভা অনেক আগেই দেখিয়েছেন। দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। বর্তমানে ক্রিকেট থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি। বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর এখনও পর্যন্ত নীল জার্সিতে আর দেখা যায়নি তাঁকে।ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তিনি। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে প্রচারের কেন্দ্রে থাকেন তিনি। সম্প্রতি বন্ধুদের একটি পার্টিতে গায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
এবার ধোনির আরও একটি ভিডিও সামনে এল। এই ভিডিওতে ধোনিকে ৪৩ বছরের পুরানো একটি জনপ্রিয় গান গাইতে দেখা গিয়েছে। তাঁর এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ধোনির প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ভিডিওতে ধোনিকে ১৯৭৬-এর সিনেমা ‘কভি কভি’-র ‘ম্যায় পল দো পল কা শায়র হুঁ’ গান গাইতে শোনা গিয়েছে।