মুম্বই: আইএসএলের পরের রাউন্ডে পৌঁছনোর ইস্টবেঙ্গলের (East Bengal) আশা বহু আগেই শেষ হয়ে গিয়েছে। লিগ তালিকায় নবম স্থানের আগেও এগোনোর কোনও সুযোগ নেই। তবে পরের আসন্ন শনিবার, ২৫ ফেব্রুয়ারি কলকাতা ডার্বিতে মাঠে নামার আগে নিজেদের শেষ ম্যাচে দুরন্ত জয় পেল লাল হলুদ। যে কোনও দল নয়, এ মরসুমের লিগ শিল্ড জয়ী মুম্বই সিটিকে (Mumbai City FC) তাদেরই ঘরের মাঠে হারাল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন মহেশ নাওরেম। নিজেদের শেষ লিগ ম্যাচে এই মরসুমে প্রথমবার ঘরের মাঠে পরাজিত হল ডেস বাকিংহামে মুম্বই সিটি এফসি। 


হাড্ডাহাড্ডি লড়াই


লিগ শিল্ড আগেই জিতে নিয়েছিলেন আইল্যান্ডার্সরা। তাই ম্য়াচের জন্য দলে বেশ কিছু বদল ঘটান মুম্বই কোচ। তাঁদের মধ্যে অন্যতম আয়ুষ বিপিন সিংহের একটি ক্রস থেকে অল্পের জন্য গোল মিস করেন। ইস্টবেঙ্গল ফরোয়ার্ডরাও কিন্তু গোলের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে। ক্লেটন সিলভা এবং জেক জার্ভিস বারংবার মুম্বই রক্ষণকে চাপে ফেলার চেষ্টায় ছিলেন। ভিপি সুহেরের ক্রস থেকে এই দুই তারকাই লাল হলুদের হয়ে গোলের বড় সুযোগ তৈরি করেন। সুহেরের ক্রস থেকে ক্লেটনের হেডার জার্ভিসের কাছে পৌঁছয়। তবে তিনি বল জালে জড়াতে পারেননি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে রাউলিন বর্জেসের শট বারে লেগে ফিরে আসে। ম্যাচে এর থেকে ভাল গোল করার সুযোগ আর পায়নি মুম্বই।


প্রথমার্ধ গোলশূন্যই শেষ হলেও, দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের মহেশ নাওরেম অবশেষে গোল করেন। ক্লেটনের পাস থেকে বাঁ-পায়ের জোরাল শটে গোল করেন মহেশ। এক গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া প্রচেষ্টা চালায় মুম্বই। লালচুংনুঙ্গা দুরন্তভাবে চাংটের শট ব্লক করে দেন। ৬৩ মিনিটের মাথায় হালেনের দুরন্ত শট ব্যাপকভাবে বাঁচিয়ে দেন লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ। ম্যাচের শেষের দিকে মুম্বই হু হু করে আক্রমণ গড়ে তোলে। তবে জমাট ইস্টবেঙ্গল রক্ষণ ক্লিনশিট অক্ষত রাখতে সক্ষম হয়।


প্রথম ব্যর্থতা


ম্যাচ ১-০ গোলেই শেষ হয়। এই মরসুমে এই প্রথম কোনও দল মুম্বই সিটির বিরুদ্ধে ক্লিনশিট রাখতে সক্ষম হল। এই জয়ের সুবাদে ইস্টবেঙ্গল জামশেদপুরকে পিছনে ফেলে আবারও নবম স্থানে উঠে এল। মরসুমের ষষ্ঠ জয়ের সুবাদে লাল হলুদ ১৯ ম্যাচে ১৯ পয়েন্টে রয়েছে। যদিও লাল হলুদের তালিকায় এর থেকে উপরে শেষ করার কোনও সম্ভাবনা নেই, তবুও ডার্বির আগে এই জয় ক্লেটনদের আত্মবিশ্বাস বাড়াবে। অপরদিকে, মুম্বই সিটি ৭ মার্চ আইএসএলের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে।


আরও পড়ুন: ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে ধুন্ধুমার, উঠল ইট ছোড়া, কটূক্তির অভিযোগ